কক্সবাংলা ডটকম(১১ জুন) :: ‘দেবদাস’ ছবিটির কথা উঠলেই মনে পড়ে যায় সেই পুরনো শাহরুখ খানকে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ছবিতে অভিনয় করেছিলে ঐশ্বর্যা , মাধুরী , শাহরুখ খান-সহ অনেকেই। ২০০২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি৷ আর তারপরই বক্স অফিসে ঝড় ওঠে৷ বহু অ্যাওয়ার্ডও এনে দিয়েছিল ছবিটি।
সেই পুরনো দেবদাস ফিরে আসছে নতুন রুপে। দেবদাস টিম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, 3D ভার্সন নিয়ে আসবে খুব শীঘ্রই। দেবদাসের সাফল্য দেখে দেবদাসের টিম ঠিক করেছে তারা আবারও দর্শকদের মাঝে পুরনো দেবদাসকে ফিরিয়ে আনবে।
টিমের তরফে জানানো হয়েছে, বিদেশের সব সুপার হিরোর ছবিই 3D ভার্সনে তৈরি হয়। সেক্ষেত্রে এই ছবি যা একসময়ের ব্লকব্লাস্টার হিট, সে ছবির জন্য এখনও মানুষদের মনে দেবদাসের জন্য একটা আলাদা জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে আশা করা যায় ইন্টারন্যাশনাল 3D মার্কেটে ‘দেবদাস’ খুবই সাফল্য পাবে৷ খুব শীঘ্রই ছবিটি নিয়ে কাজ শুরু করতে চলেছে এই টিম৷
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta