কক্সবাংলা ডটকম(৩ জুন) :: মাথাটা ঠিক একজন মানুষের মত। আর শরীরটা বাছুরের। ‘ভগবান’ বিষ্ণুর ‘অবতার’ ভেবে তাঁকেই পুজো করল গ্রামবাসী। ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের প্রত্যন্ত এক গ্রামের।
‘মানবসদৃশ’ বাছুরটিকে তাঁরা ‘ভগবান’ বিষ্ণুর ২৪তম অবতার ‘গোকরণ’ বলে দাবি করেন। মৃত বাছুরটিকেই মালা পরিয়ে পুজো করতে দেখা যায় গ্রামবাসীদের। এমনকী তাঁর কাছে নতজানু হয়ে বসে কেউ কেউ আশীর্বাদ প্রার্থনাও করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “ভগবান জন্ম নিয়েছে। এ কোনও সাধারণ বাছুর নয়। এই বাছুরের সমাধির উপর মন্দির তৈরি করা হবে।”
Posted ৪:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta