বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল Realme GT 5G স্মার্টফোন

শুক্রবার, ০৫ মার্চ ২০২১
643 ভিউ
অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল Realme GT 5G স্মার্টফোন

কক্সবাংলা ডটকম(৪ মার্চ) :: অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে গেল Realme GT 5G। এটিই 2021 সালে কোম্পানির প্রথম পারফরম্যান্স ফ্ল্যাগশিপ ফোন। Realme GT 5G স্মার্টফোনের তৈরি করা হয়েছে GT স্পোর্টস কারের কনসেপ্ট থেকে।

গাড়িগুলি যেমন হাই স্পিডে লং ডিসট্যান্স ড্রাইভিংয়ে সক্ষম, এই ফোনের ক্ষেত্রেও বিষয়টি কিছুটা একইরকম।

Realme GT 5G হ্যান্ডসেটে এক্কেবারে লেটেস্ট জেনারেশনের প্রসেসিং প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে – Qualcomm Snapdragon 888। অত্যন্ত শক্তিশালী এই প্রসেসরে রয়েছে 5nm অ্যাডভান্সড প্রসেস এবং Cortex-X1 হাই-পারফরম্যান্স কোর।

এই ফোনের চার্জিং এক কথায় প্রতিযোগীদের কয়েক গোল দেবে। কারণ, Realme GT 5G ফোনে রয়েছে 65W সুপারডার্ট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।

ফোনের একাধিক ফিচার্সে আকর্ষণীয় আপগ্রেডেশন রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এর GPU, যাতে নতুন Adreno 660 দেওয়া হয়েছে। এর সাহায্যে গ্রাফিক পারফরম্যান্স 30% উন্নত হতে চলেছে এবং খুবই মসৃণ ভাবে এটি 3A মোবাইল গেমস চালাতে সক্ষম।

পাশাপাশিই এই Realme GT 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে LPDDR5 এবং UFS 3.1 – যার সাহায্যে অত্যন্ত দ্রুত মেমোরি স্পিড পাওয়া যেতে পারে Snapdragon 888-এ।

Realme GT 5G Camera

এই Realme GT 5G স্মার্টফোনটি VC Boost Stainless Steel Cooling System ব্যবহার করে, যা একটি নতুন 3D ভেপর কুলিং টেক।

উন্নততর এবং অত্যাধুনিক এই প্রযুক্তির ফলে ফোনটি যতই ব্যবহার করা হোক, ওভার চার্জড হোক গরম হবে না।

পাশাপাশিই এই প্রযুক্তি আবার স্টেইনলেস স্টিল ইন্টারনাল মাইক্রোস্ট্রাকচারও ব্যবহার করতে সক্ষম।

Realme GT 5G স্মার্টফোনে একটি 6.43 ইঞ্চির 120Hz সুপার AMOLED গেমিং স্ক্রিন দেওয়া হয়েছে, যার স্যাম্পলিং রেট 360Hz, তার সঙ্গেই সেখানে একটি নতুন আপগ্রেডেড Hyper Boost 4.0 অ্যাক্সিলারেশন ইঞ্জিন রয়েছে।

এছাড়াও এই ফোনে চমৎকার সাউন্ড কোয়ালিটির জন্য ডুয়াল স্টিরিও স্পিকার্স থাকছে।

স্পোর্টস কারের ডিজাইন থেকেও অনুপ্রাণিত হয়ে Realme GT 5G-র নকশা তৈরি করা হয়েছে। ফোনের দুটি গ্লাস-ব্যাক ভার্সন রয়েছে, একটি সিলভার এবং আপরটি ব্লু।

তৃতীয় কালার ভ্যারিয়্যান্টটি হল রেসিং ইয়েলো, যাতে ডুয়াল টোন ভেগান লেদার ডিজাইন দেওয়া হয়েছে। দুটি ভিন্ন ধরনের মেটিরিয়াল ব্যবহার করে এই রেসিং ইয়েলো কালার ভ্যারিয়্যান্ট।

Realme GT 5G Color Variants

Realme-র এই GT 5G মডেলে 64MP Sony IMX682 প্রাইমারি ক্যামেরা, একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেই লেন্সের 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এছাড়াও 4cm রেঞ্জের আর একটি ম্যাক্রো লেন্সও থাকছে এই ফোনে।

দুর্ধর্ষ 5,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Wi-Fi 6, USB Type-C পোর্ট এবং একটি 3.5mm অডিও জ্যাক। ফোনের ওজন মাত্র 186g এবং এটি 8.4mm পাতলা।

আপাতত ফোনটি লঞ্চ করেছে শুধু চিনেই। সেখানে এই ফোনের বেস মডেল অর্থাৎ 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম CNY 2,799 বা 31,400 টাকা। এছাড়াও ফোনের আরও একটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট রয়েছে।

সেই 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম CNY 3,299 বা 37,000 টাকা।

10 মার্চ থেকে চিনে এই ফোনের সেল শুরু হয়ে যাবে। Realme-র তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ-সহ বিশ্বের অন্যান্য দেশে খুব শিগগিরই ফোনটি লঞ্চ করবে।

643 ভিউ

Posted ১২:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ মার্চ ২০২১

coxbangla.com |

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com