শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে ২৫ হাজার ৯৯২ জন শিক্ষার্থী

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮
620 ভিউ
কক্সবাজার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিবে ২৫ হাজার ৯৯২ জন শিক্ষার্থী

কক্সবাংলা রিপোর্ট(৩১ জানুয়ারি) :: এবারই প্রথম অভিন্ন ও সৃজজনশীল প্রশ্নপত্রে ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলার ৪৪ কেন্দ্রে ২৫ হাজার ৯৯২জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৩ হাজার ৯৫০ জন ছাত্র ও ১২ হাজার ৪২ জন ছাত্রী।

জেলার ৪৪টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা বৃহস্পতিবার সকাল থেকে এক যোগে পরীক্ষা শুরু হবে।এরমধ্যে এসএসসির ২৫ কেন্দ্রে ১৮ হাজার ২৮৭জন, দাখিলের ১৩ কেন্দ্রে ৬ হাজার ৮৯৫জন এবং কারিগরির ৬ কেন্দ্রে ৮১০ জন পরীক্ষার্থী রয়েছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কক্সবাজারে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া এবার প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কক্ষে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে। এরপর আর কোনোভাবেই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান,এ বছর পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে বেশি। আমরা ইতোমধ্যে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা পরীক্ষাগুলো শেষ করতে পারবো।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এসএসসির ২৫ কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা হল- কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৭০৯জন, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১০২৮জন, কক্সবাজার সরকারি বালিকায় ১২৯১জন, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকায় ২০৫জন, কক্সবাজার মডেল হাইস্কুলে ৭১৭জন, রামু খিজারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৫৬৮জন, রামু বালিকা কেন্দ্রে ৪২৮জন, চকরিয়া সরকারি বালক বিদ্যালয়ে ১৭০০জন, চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ১০৬৬জন, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ৩৩১জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠে ২১৭২জন, কুতুবদিয়া সরকারি বালিকায় ৭৪৮জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩৯০জন, মহেশখালী সরকারি বালিকায় ৭৪৭জন, কালামারছড়া উচ্চ বিদ্যালয়ে ৬১১জন, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৫২৮জন, মহেশখালী বালিকায় ৪৬০জন, উখিয়া উচ্চ বিদ্যালয়ে ৮৩৫জন, উখিয়া বালিকায় ৭২২জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫১৬জন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪০১জন, টেকনাফ আলী আছিয়ায় ৫৪০জন, এজাহার বালিকায় ২৭৩জন, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনে ৪৬৬জন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৩৫জন।

দাখিল পরীক্ষায় ১৩ কেন্দ্রে ৬৮৯৫জন পরীক্ষার্থী থাকছেন।কেন্দ্রগুলো হচ্ছে-কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫২৮জন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ৬২৭জন, কক্সবাজার আদর্শ কামিল মাদ্রাসায় ৫৬২জন, মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ৩৬৮জন, রামু ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় ১৮৫জন, চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসায় ১০৯৩জন, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায় ৪৫৯জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় ৫৭২জন, মহেশখালী পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় ৪৭৯জন, কালামারছড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ৪৩৯জন, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা ৪৮৩জন, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ৪৯৯জন, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় ৬০১জন পরীক্ষার্থী রয়েছেন।

অপরদিকে কারিগরিতে ৬ কেন্দ্রে ৮১০জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।

620 ভিউ

Posted ২:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com