শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাাজর জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
764 ভিউ
কক্সবাাজর জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা

বার্তা পরিবেশক(২৩ নভেম্বর) :: কক্সবাাজর জেলা বিএনপির ঘোষিত কমিটি হাতে নিয়ে বৃহ¯পতিবার বিকালে কক্সবাজার পৌঁছেন নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় সাধারণ স¤পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

বিকাল পৌনে ৫টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখানে উৎসুক দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির এই কান্ডারীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় পর্যন্ত এগিয়ে দেয়।

ইতোমধ্যে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন প্রিয় নেতাদের উঞ্চ সংবর্ধনা-অভিবাদন জানিয়ে শ্লোগানে মুখরিত করে তুলে। হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ঘোষিত কমিটির জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় নেতাকর্মীদের পতি ধন্যবাদ জ্ঞাপন করেও সাধারণ স¤পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন এই দুই নেতা। সংক্ষিপ্ত সংবর্ধনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার স¤পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

এ সময় জেলা বিএনপির দপ্তর স¤পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক স¤পাদক এম. মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, যুব বিষয়ক স¤পাদক ছৈয়দ আহমদ উজ্জল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন জিকু, জিসান উদ্দিন জিসান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ বিএনপির সভাপতি জাফর আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে কারা স্থান পেয়েছে তা দেখতে এ সময় উৎসাহী নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রচুর ভীড় করে। নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেয়।

 

কক্সবাজার জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির উপদেষ্টা তালিকা

১ উপদেষ্টা ফজলুল করিম
২  উপদেষ্টা এম এ গণি
৩  আবু তাহের চৌধুরী আবু মিয়া (চকরিয়া)
৪ উপদেষ্টা আবু তাহের চৌধুরী বাচ্চুমিয়া ( পেকুয়া)
৫ উপদেষ্টা আবু তাহের চৌধুরী ( মহেশখালী)
৬ উপদেষ্টা অধ্যাপক আবু তাহের (ঈদগাহ)
৭ উপদেষ্টা সুরত আলম চৌধুরী
৮ উপদেষ্টা মৌলভী আবদুল মান্নান

কমিটির তালিকা
সভাপতি শাহজাহান চৌধুরী
২ সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী
৪ সহ-সভাপতি সিরাজুল হক বিএ
৫ সহ-সভাপতি এনামুল হক
৬ সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী
৭ সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম
৮ সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া
৯ সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম

সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না
১০ যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন (কুতুবদিয়া)
১১ যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম চৌধুরী (রামু)
১২ সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী
১৩ দপ্তর সম্পাদক ইফসুফ বদরী
১৪ প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী
১৫ সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাশেম
১৬ সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কাউন্সিলর
১৭ সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ
১৮ সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী
১৯ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ
২০ সহ-দপ্তর সম্পাদক এড: হাসান ছিদ্দিকী
২১ সহ-প্রচার সম্পাদক এম মোবারক আলী
২২ মৎস্যজীবি বিষয়ক সম্পাদক হামিদ উদ্দিন ইফসুফ গুন্নু
২৩ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান
২৪ যুব বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ উজ্জল
২৫ মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আকতার বকুল
২৬ ছাত্র বিষয়ক সম্পাদক রাসেদুল হক রাশেল
২৭ ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী আলী হাসান চৌধুরী

সম্মানিত সদস্য

২৮ সম্মানিত সদস্য সালাহউদ্দিন আহমদ
২৯ সম্মানিত সদস্য লুৎফুর রহমান কাজল
৩০ সম্মানিত সদস্য এডভোকেট হাসিনা আহমদ
৩১ সদস্য মৌলভী আকতার কামাল চৌধুরী (কক্সবাজার-১)
৩২ সদস্য মোহাম্মদ হোসেন বিএসসি (কক্সবাজার-১)
৩৩ সদস্য নুরুল ইসলাম হায়দার (কক্সবাজার-১)
৩৪ সদস্য বাহাদুর শাহ (কক্সবাজার-১)
৩৫ সদস্য একেএম ইকবাল বদরী (কক্সবাজার-১)
৩৬ সদস্য আনসারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া (কক্সবাজার-১)
৩৭ সদস্য ইকবাল হোসেন (কক্সবাজার-১)
৩৮ সদস্য অধ্যাপক ফখরুদ্দিন ফরাজী (কক্সবাজার-১)
৩৯ সদস্য হেফাজতুর রহমান চৌধুরী টিপু (কক্সবাজার-১)
৪০ সদস্য মাহবুবুর রহমান চৌধুরী (কক্সবাজার-১)
৪১ সদস্য নজরুল ইসলাম চৌধুরী (কক্সবাজার-১)
৪২ সদস্য নাসিরুদ্দিন চৌধুরী (মানিকপুর) (কক্সবাজার-১)
৪৩ সদস্য আলহাজ¦ নুরুল হোসেন শিকদার (কক্সবাজার-১)
৪৪ সদস্য রমিজুদ্দিন আহমেদ (কক্সবাজার-১)
৪৫ সদস্য মাষ্টার জুবায়ের আহমেদ (কক্সবাজার-১)
৪৬ সদস্য প্রিন্সিপাল এস এম মনজুর (কক্সবাজার-১)
৪৭ সদস্য অধ্যাপক সাবের আহমেদ (কক্সবাজার-১)
৪৮ সদস্য আজিজুল হক চৌধুরী (কক্সবাজার-১)
৪৯ সদস্য আবদুল মতলব চেয়ারম্যান (কক্সবাজার-১)
৫০ সদস্য আবু তালেব চৌধুরী (কক্সবাজার-১)
৫১ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ( চকরিয়া পৌরসভা ) (কক্সবাজার-১)
৫২ সদস্য বেগম সাবিনা ইয়াসমিন ঝিনু (কক্সবাজার-১)
৫৩ সদস্য হালিশা বেগম (কক্সবাজার-১)
৫৪ সদস্য রাশেদা বেগম কাউন্সিলর (কক্সবাজার-১)
৫৫ সদস্য লুৎফা বেগম ( ভাইস চেয়ারম্যান) (কক্সবাজার-১)
৫৬ সদস্য ফাতেমা জান্নাত (কক্সবাজার-১)
৫৭ সদস্য আবু বকর সিদ্দিক ( কক্সবাজার-২)
৫৮ সদস্য জালাল আহমদ ( কক্সবাজার-২)
৫৯ সদস্য আকতার কামাল চৌধুরী ( কক্সবাজার-২)
৬০ সদস্য নুরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান) ( কক্সবাজার-২)
৬১ সদস্য আবদুল মোতালেব ( কক্সবাজার-২)
৬২ সদস্য আমিনুল হক চৌধুরী ( কক্সবাজার-২)
৬৩ সদস্য আবুল কালাম আজাদ ( কক্সবাজার-২)
৬৪ সদস্য মোহাম্মদ শফি ( কক্সবাজার-২)
৬৫ সদস্য রেজাউল করিম ( কক্সবাজার-২)
৬৬ সদস্য এখলাছুর রহমান ( কক্সবাজার-২)
৬৭ সদস্য আরিফুল কাদের চৌধুরী ( কক্সবাজার-২)
৬৮ সদস্য এনামুল হক চৌধুরী ( কক্সবাজার-২)
৬৯ সদস্য মোস্তাক আহমদ বাবুল ( কক্সবাজার-২)
৭০ সদস্য নাসির উদ্দিন বাবর ( কক্সবাজার-২)
৭১ সদস্য জাহান আরা বেগম ( ভাইস চেয়ারম্যান) ( কক্সবাজার-২)
৭২ সদস্য এস্তাফিজুর রহমান ( কক্সবাজার-২)
৭৩ সদস্য মনজুর আলম ( কক্সবাজার-২)
৭৪ সদস্য হামিদুল হক ( কক্সবাজার-২)
৭৫ সদস্য মাস্টার কবির আহমদ ( কক্সবাজার-২)
৭৬ সদস্য আকতার হোসেন ( কক্সবাজার-২)
৭৭ সদস্য এম এ সালাম কুতুবী ( কক্সবাজার-২)
৭৮ সদস্য আকতার কামাল সিকদার ( কক্সবাজার-২)
৭৯ সদস্য এডভোকেট খোরশেদ আলম খোকন ( কক্সবাজার-২)
৮০ সদস্য ইদ্রিচ খোন্দকার খোকন ( কক্সবাজার-২)
৮১ সদস্য আকতার হোসেন (সিইউপি) ( কক্সবাজার-২)
৮২ সদস্য সৈয়দ আহমদ (সিইউপি) ( কক্সবাজার-২)
৮৩ সদস্য জাফর আলম সিকদার ( কক্সবাজার-২)
৮৪ সদস্য নিজাম উদ্দিন ( কক্সবাজার-২)
৮৫ সদস্য লায়লা বেগম (এমইউপি) ( কক্সবাজার-২)
৮৬ সদস্য এস এম ফেরদৌস (কক্সবাজার-৩)
৮৭ সদস্য রাশেদ মোহাম্মদ আলী (কক্সবাজার-৩)
৮৮ সদস্য আবদুল মাবুদ (কক্সবাজার-৩)
৮৯ সদস্য এস্তাফিজুর রহমান (কক্সবাজার-৩)
৯০ সদস্য এডভোকেট সৈয়দ আলম (কক্সবাজার-৩)
৯১ সদস্য আবুল কাশেম (কক্সবাজার-৩)
৯২ সদস্য এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ (কক্সবাজার-৩)
৯৩ সদস্য ফরিদুল আলম চেয়ারম্যান (কক্সবাজার-৩)
৯৪ সদস্য মুজিবুল হক মিয়াজী (কক্সবাজার-৩)
৯৫ সদস্য আবু বকর ছিদ্দিক (কক্সবাজার-৩)
৯৬ সদস্য এডভোকেট সেলিমুল্লাহ (কক্সবাজার-৩)
৯৭ সদস্য শহিদুর রহমান শহীদ (কক্সবাজার-৩)
৯৮ সদস্য গোলাম মাওলা চৌধুরী (কক্সবাজার-৩)
৯৯ সদস্য শওকত আলম (কক্সবাজার-৩)
১০০ সদস্য আবু ছিদ্দিক উসমানী (কক্সবাজার-৩)
১০১ সদস্য এডভোকেট শাহাব উদ্দিন (কক্সবাজার-৩)
১০২ সদস্য এডভোকেট আবদুল কাইয়ুম (কক্সবাজার-৩)
১০৩ সদস্য শফিকুর রহমান চেয়ারম্যান (কক্সবাজার-৩)
১০৪ সদস্য আবুল কালাম চেয়ারম্যান (কক্সবাজার-৩)
১০৫ সদস্য মনজুর আলম (কক্সবাজার-৩)
১০৬ সদস্য আমানুল হক আমান (কক্সবাজার-৩)
১০৭ সদস্য এস এম আকতার কামাল আজাদ কাউন্সিলর (কক্সবাজার-৩)
১০৮ সদস্য মুজিবুর রহমান (কক্সবাজার-৩)
১০৯ সদস্য আবুল বশর মেম্বার (কক্সবাজার-৩)
১১০ সদস্য মো: সাইফুল আলম (কক্সবাজার-৩)
১১১ সদস্য মুফিদুল আলম (কক্সবাজার-৩)
১১২ সদস্য গিয়াস উদ্দিন জিকু (কক্সবাজার-৩)
১১৩ সদস্য হুমায়রা বেগম (কক্সবাজার-৩)
১১৪ সদস্য মনজুমুন নাহার (কক্সবাজার-৩)
১১৫ সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী (কক্সবাজার-৩)
১১৬ সদস্য সৈয়দ নুর সওদাগর (কক্সবাজার-৩)
১১৭ সদস্য মাস্টার গোলাম কাদের (কক্সবাজার-৩)
১১৮ সদস্য মোস্তফা কামাল (কক্সবাজার-৩)
১১৯ সদস্য আবদুল করিম চেয়ারম্যান (কক্সবাজার-৩)
১২০ সদস্য আব্দুর রহিম চেয়ারম্যান (কক্সবাজার-৩)
১২১ সদস্য এডভোকেট এস্তাফিজুর রহমান (কক্সবাজার-৩)
১২২ সদস্য বেগম ফরিদা ইয়াসমিন (কক্সবাজার-৩)
১২৩ সদস্য জিসান উদ্দিন জিসান (কক্সবাজার-৩)
১২৪ সদস্য সরওয়ার জাহান চৌধুরী (কক্সবাজার-৪)
১২৫ সদস্য সোলতান মাহমুদ চৌধুরী (কক্সবাজার-৪)
১২৬ সদস্য শাহ কামাল চৌধুরী (কক্সবাজার-৪)
১২৭ সদস্য ফজলুল করিম সিকদার (কক্সবাজার-৪)
১২৮ সদস্য জহুর আহমদ চৌধুরী (কক্সবাজার-৪)
১২৯ সদস্য বাদশা মিয়া চৌধুরী (কক্সবাজার-৪)
১৩০ সদস্য আবদুল মান্নান (কক্সবাজার-৪)
১৩১ সদস্য নুরুল আমিন চৌধুরী (কক্সবাজার-৪)
১৩২ সদস্য নাজিয়া জাহান চৌধুরী শম্পা (কক্সবাজার-৪)
১৩৩ সদস্য সিরাজুল হক ডালিম (কক্সবাজার-৪)
১৩৪ সদস্য নুরুল কবির চৌধুরী (কক্সবাজার-৪)
১৩৫ সদস্য মো: জাফর আলম (কক্সবাজার-৪)
১৩৬ সদস্য মোহাম্মদ হাসেম (কক্সবাজার-৪)
১৩৭ সদস্য সোলতান আহমদ (কক্সবাজার-৪)
১৩৮ সদস্য মাস্টার জাকির হোসেন (কক্সবাজার-৪)
১৩৯ সদস্য রাশেদুল করিম (কক্সবাজার-৪)
১৪০ সদস্য তাহেরা আকতার মিলি (কক্সবাজার-৪)
১৪১ সদস্য মোহাম্মদ ইসমাইল (কক্সবাজার-৪)
১৪২ সদস্য জুনায়েদ আলী চৌধুরী (কক্সবাজার-৪)
১৪৩ সদস্য আলী আকবর (কক্সবাজার-৪)
১৪৪ সদস্য নুরুল আমিন চৌধুরী (কক্সবাজার-৪)
১৪৫ সদস্য ওমর হাকিম (কক্সবাজার-৪)
১৪৬ সদস্য আবদুর রাজ্জাক (কক্সবাজার-৪)
১৪৭ সদস্য আকতার হোসেন বাবুল (কক্সবাজার-৪)
১৪৮ সদস্য মো: শাহাদাৎ হোসেন (কক্সবাজার-৪)
১৪৯ সদস্য মো : আবদুল্লাহ (কক্সবাজার-৪)
১৫০ সদস্য রেজাউর রহমান রেজা (কক্সবাজার-৪)
১৫১ সদস্য শাহ আলম (কক্সবাজার-৪)

উপরোল্লিখিত ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গত ২২ নভেম্বর দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

 

764 ভিউ

Posted ৮:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com