সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

জানুয়ারির দলবদলে টাকার বস্তা’ নামছে রিয়াল মাদ্রিদ ! স্থায়ী কোচ হলেন সোলারি

মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
332 ভিউ
জানুয়ারির দলবদলে টাকার বস্তা’ নামছে রিয়াল মাদ্রিদ ! স্থায়ী কোচ হলেন সোলারি

কক্সবাংলা ডটকম(১৩ নভেম্বর) :: গত ৫ মৌসুম ধরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে একচ্ছত্র রাজত্ব করেছে রিয়াল মাদ্রিদ। ৫ বারের মধ্যে ৪ বারই জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সেই ‘রাজা’ রিয়াল এবার খাবি খাচ্ছে। স্প্যানিশ লা লিগায় ১১ ম্যাচ শেষে রয়েছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে! এসপানিওল, সেভিয়া, আলাভেসের মতো অল্প টাকায় গড়া পুঁচকে দলগুলোও তাদের উপরে। যে টুর্নামেন্টকে রিয়ালের টুর্নামেন্ট বলা হয়, সেই চ্যাম্পিয়ন্স লিগেও ধুকছে। দলের টানা ব্যর্থতার দায়ে এরই মধ্যে কোচে জুলিয়েন লোপেতেগুইকে ছাটাই করা হয়েছে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার সান্তিয়াগো সোলারিকে।

এই আর্জেন্টাইন শুরুটা করেছেন অবশ্য স্বপ্নের মতো। লোপেতেগুইয়ের অধীনে খাবি খাওয়া রিয়ালকেই জিতিয়েছেন টানা চার ম্যাচে। সোলারির এই স্বপ্ন দৌড় কত দিন চলবে, বলবে সময়। তবে এই কোচ বদলই যে সমস্যা সমাধানের প্রধান সমাধান নয়, সেটা স্পষ্টই। রিয়ালের এই আকাশ থেকে মাটিতে পড়ে পাওয়ার প্রধান কারণটা অন্য। সেটা কি? রিয়ালের কর্তারা সমস্যা সমাধানের চিত্রটা আঁকিয়েও ফেলেছে-কিনতে হবে নতুন খেলোয়াড়।

সেই ২০১৩ সালের পর থেকে নামীদামী কোনো তারকা খেলোয়াড়কে কিনেনি রিয়াল। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী গত মৌসুমে একের পর এক খেলোয়াড় কিনে দলের শক্তিবৃদ্ধি করেছে। বার্সাকে টেক্কা দিতেই কিনা, গত মৌসুমেই পরিকল্পনা করেছিল গ্রীষ্মের দলবদল গরম করে ফেলার। কিন্তু গরম করা দূরের কথা, রিয়াল কর্তারা শত চেষ্টা করেও একজন তারকা খেলোয়াড়ও কিনতে পারেননি। উল্টো রিয়াল ছেড়ে চলে গেছেন গত ৯ মৌসুম ধরে রিয়ালকে ‘রাজা’র আসনে রাখা ক্রিস্তিয়ানো রোনালদো।

গোল-মেশিন রোনালদোর শূন্যতাটা হাড়ে হাড়েই টের পাচ্ছে রিয়াল। রিয়ালের সব ফরোয়ার্ডরাই চরম দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। শুধু ফরোয়ার্ডরা নন, রিয়ালের সব খেলোয়াড় মিলেও কোনো টানা ৫ ম্যাচে কোনো গোল করতে পারেনি। মানে টানা ৫ ম্যাচে গোলশূন্য কাটিয়েছে বিশ্বসেরা রিয়াল!

রিয়াল কর্তারা বুঝে গেছেন দলের এই ব্যর্থতা বা দুঃসময়কে পেছনে ফেলতে দরকার নতুন খেলোয়াড়। তারা তাই অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে আলোচনা করে নতুন খেলোয়াড় কেনার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জানুয়ারির শীতকালীন দলবদলেই টাকার বস্তা নিয়ে মাঠে নামবে তারা! নতুন খেলোয়াড় কেনার টাকাও রিয়ালের তহবিলে জমা করে রাখা আছে।

খেলোয়াড় কেনার জন্য ২০০ মিলিয়ন ইউরো গচ্ছিত আছে রিয়ালের অ্যাকাউন্ট। এখন দরকার শুধু বিশ্বমানের তারকা খেলোয়াড়কে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করানো। কিন্তু কিনবে কাকে? সেই কাজটাই পারছে না রিয়ালের উচ্চাবিলাসী সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজসহ তার অধীনস্থ বোর্ড কর্তারা।

গত মৌসুম থেকেই পিছু নিয়েছিল নেইমার, কিলিয়ান এমবাপে, রবার্ট লেভান্ডভস্কি, এডেন হ্যাজার্ডদের পিছু নিয়েছিল। গুঞ্জন ছিল হ্যারি কেন, মোহামেদ সালাহ, মাউরো ইকার্দিদের নিয়েও। কিন্তু এদের মধ্যে কয়েকজনকে ব্যক্তিগতভাবে রাজিও করেছিল। কিন্তু তাদের ক্লাব বেঁকে বসায় রিয়াল পছন্দের্ সওদা করতে পারেনি।

জানুয়ারির শীতকালীন উইন্ডোতেও এদের কাউকে দলে ভেড়াতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। তাহলে টাকার বস্তা নিয়ে মাঠে নেমে কাকে কিনবে? উপায়ান্তর না দেখে রিয়াল কর্তারা এখন মনোযোগ দিয়েছেন উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়দের দিকে। একজন-দুজন নয়, জানুয়ারিতে অন্তত তিন বিভাগে তিনজন নতুন খেলোয়াড় কিনতে চায় রিয়াল। একজন ফরোয়ার্ড, একজন মিডফিল্ডার ও একজন ডিফেন্ডার। এরই মধ্যে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের এজেকুয়েল প্যালাসিওসকে রাজিও করিয়েছে। গণমাধ্যমের খরব অনুযায়ী, ২৫ নভেম্বর কোপা লিবার্তোদোসের ফাইনালের পরই প্যালাসিওসের সঙ্গে চুক্তিটা সেরে ফেলবে রিয়াল।

এছাড়াও আরও পছন্দ করে ফেলেছে রিয়াল। তারা হলেন এসপানিওলের স্প্যানিশ ডিফেন্ডার মারিও হারমোসো ও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের রদ্রিগো।

দেখা যাক, রিয়াল শেষ পর্যন্ত নতুন পছন্দের এই খেলোয়াড়দের ঘরে তুলতে পারে কিনা। দিন পাল্টেছে। এখন টাকা থাকলেই যে সব হয় না, সেটা অন্তত এরই মধ্যে বুঝে গেছেন রিয়াল কর্তারা!

রিয়ালের স্থায়ী কোচ হচ্ছেন সোলারি

চার ম্যাচ, চার জয়, ক্লিনশিট তিনটি- এই হল অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে রিয়াল মাদ্রিদের পরিসংখ্যান। হুলেন লোপেতিগ ছাঁটাই হওয়ার পর বেশ কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি সামলেছেন বেশ দক্ষতার সঙ্গেই। লেটার মার্ক পেয়ে পাস করা সোলারিকে তাই স্থায়ীভাবে নিয়োগ দিতে চাইছে মাদ্রিদ জায়ান্টরা।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, সোলারিকে স্থায়ী কোচ বানানোর সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে রিয়াল। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) জানিয়েছে, তাদের কাছে ইতোমধ্যেই প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত অক্টোবরে চিরশত্রু বার্সেলোনার মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন লোপেতেগি।বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে রিয়ালের দায়িত্ব পেয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। এরপর ‘বি’ দলের কোচ সোলারির কাঁধে দায়িত্ব তুলে দেয় রিয়াল।

তবে স্প্যানিশ ফুটবলের আইনানুযায়ী দুই সপ্তাহের বেশি কেউ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকতে পারবেন না। সোলারি বেঁধে দেয়া সময় পার করে ফেলেছেন। কাজেই স্থায়ীভাবে এখন কাউকে না কাউকে নিয়োগ দিতেই হবে রিয়ালকে।

কে হবেন স্থায়ী সমাধান? গত চার ম্যাচে যে জাদু দেখিয়েছেন সোলারি এরপর আর অন্য কারোর কথা ভাবেনি রিয়াল। তবে ঠিক কত দিনের জন্য এই আর্জেন্টাইনকে কোচ বানাচ্ছে সেটা জানা যায়নি এখনও। শিগগিরই ঘোষণা আসবে।

332 ভিউ

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com