কক্সবাংলা ডটকম(৩ জুলাই) :: মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছিল সুইডেন৷ বিশ্বকাপের শেষ আটে যাওয়ার জন্য সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারাল সুইডিশরা৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৬ মিনিটে এমিল ফর্সবার্গ দলকে এগিয়ে দেন৷ ১২ বছর পর বিশ্বকাপে মঞ্চে ফেরা সুইডিশরা জারী রাখল তাদের বিশ্বকাপ লড়াই৷

পুরো ম্যাচে বল পোজিশন এবং পাশিংয়ে এগিয়ে থেকেও গোলমুখ খুলতে ব্যর্থ থাকল সুইজারল্যান্ড৷ প্রায় এক ডজন গোলের সুযোগ নষ্ট করেন সুইজারল্যান্ডের ফুটবলাররা৷ প্রথমার্ধের প্রথম মিনিটেই গোল মিস করেন শাকিরি৷ বারবার বল নিয়ে সুইডিশ রক্ষণ ভাঙলেও আকাঙ্ক্ষিত গোল থেকে বঞ্চিত থাকে সুইজারল্যান্ড৷

প্রথমার্ধের গোল করা সুযোগ এসেছিল সুইডিশ মিডফিল্ডার একডাল ৪২ মিনিটে অরক্ষিত অবস্থায় বল পেয়েও বিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারেননি৷ গোল শূন্য থাকে ম্যাচের প্রথমার্ধ৷ দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ফর্সবার্গ গোলপোস্ট লক্ষ করে শট নেন৷

সুইজারল্যান্ডের গোলরক্ষক হয়ত আটকেও দিতে পারতেন গোলটি কিন্তু আকাঞ্জির পায়ে দিক পরিবর্তন করে জালে জড়ায় বল৷ যদিও গোলটি আকাঞ্জীর আত্মঘাতী গোল বলে স্বীকৃত হয়নি৷