
কক্সবাংলা ডটকম :: মঙ্গলবার ক্রিকেটপ্রেমীদের নজর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে। মঙ্গলবারই আবু ধাবিতে বসবে মিনি অকশনের আসর।
মোট ৭৭টি স্লট পূরণের জন্য লড়াইয়ে নামবে দশটি ফ্র্যাঞ্চাইজ়ি।
এর মাঝেই প্রকাশ্যে এসেছে ২০২৬ সালের IPL-এর দিনক্ষণ।
১৯তম মরশুম শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে। দুই মাসেরও বেশি সময় ধরে চলবে এই টুর্নামেন্ট। IPL শেষ হবে ৩১ মে।
আবু ধাবিতে মঙ্গলবার নিলামের আগেই এই তারিখ প্রকাশ্যে আসায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আরও বেড়েছে উন্মাদনা।
একাধিক রিপোর্টে প্রকাশ, নিলামের আগে সোমবারই ফ্র্যাঞ্চাইজ়িগুলির সঙ্গে একটি বৈঠক সারেন IPL-এর CEO হেমাং আমিন। সেখানেই আইপিএল শুরু ও শেষের তারিখ জানানো হয় দলগুলিকে।
এই টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করতে যাতে সুবিধা হয় দলগুলির, সেই কারণেই এই সিদ্ধান্ত।
কারণ, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় জাতীয় দলের হয়ে খেলার জন্য মাঝপথেই IPL ছেড়ে ফিরে যান বিদেশি ক্রিকেটাররা।
ফলে সমস্যায় পড়ে টিমগুলি। তাই আগে থেকেই এই সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়েছে টিমগুলিকে।
তবে এখনও ধোঁয়াশা রয়েছে IPL-এর উদ্বোধনী ম্যাচের ভেন্যু নিয়ে। নিলামের আগে আবু ধাবির W হোটেলে আয়োজিত এই বৈঠকেও সিদ্ধান্তে আসা যায়নি এই বিষয়টা নিয়ে।
গতবারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে আয়োজিত হয় নতুন মরশুমের IPL-এর প্রথম ম্যাচ।
সেই হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা IPL ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ।
কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন শর্তসাপেক্ষে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে।
তবে গতবারের পদপিষ্টের ঘটনার পরে উদ্বোধনী অনুষ্ঠান-সহ প্রথম ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজন নিয়ে খুব একটা সায় দেয়নি দলগুলি, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।
তবে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, তাঁরা যথেষ্ট আশাবাদী এই বিষয়ে।

Posted ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta