শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাার জেলায় জেএসসি-জেডিসি পরীক্ষায় ব্যাপক অনুপস্থিতি : প্রথমদিনে অনুপস্থিত ৮৮৬ পরীক্ষার্থী

বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০১৭
466 ভিউ
কক্সবাার জেলায় জেএসসি-জেডিসি পরীক্ষায় ব্যাপক অনুপস্থিতি : প্রথমদিনে অনুপস্থিত ৮৮৬ পরীক্ষার্থী

এম.এ আজিজ রাসেল(১ নভেম্বর) :: কক্সবাজার জেলায় জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ব্যাপক অনুপস্থিতির মধ্যে দিয়ে।

বুধবার পরীক্ষার প্রথমদিনে জেলার ৪৮ টি কেন্দ্রে মোট ৮৮৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে জেএসসিতে ৫২২ জন ও জেডিসিতে ৩৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টায় শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন। প্রথমদিন কোন শিক্ষার্থী বহিস্কার নেই।

জেলা প্রশাসন সূত্রে প্রকাশ, এবার জেলার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৪৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫,৩৬৬ জন। এরমধ্যে জেএসসি পরীক্ষার ৩৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৫, হাজার ৮৬৮ জন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার ১৫ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯ হাজার ৪৯৮ জন।

এদিকে জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানাযায়, কেন্দ্র ওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা হল (৩৩ টি কেন্দ্রের ) কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪২১ জন, ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৬১০ জন, ঈদগাও আর্দশ শিক্ষা নিকেতন কেন্দ্রে ৪৮৬ জন,

কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩২৯ জন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১৬৩৩ জন, কক্সবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৫ জন, রামু উপজেলার রামু খিজারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৮৫ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৬৫ জন, জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৩ জন, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন, চকরিয়া সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০০ জন,

চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১০০ জন, ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৮৬ জন, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০০ জন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০ জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে ১৩০০ জন, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫০ জন,

কুতবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১০৫ জন, ধুরুং আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৬ জন, মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৫৯ জন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৪০ জন, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪০ জন, বড় মহেশখালী বালিকা কেন্দ্রে ৫৬৭ জন,

উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২৯ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৭০ জন, কুতুপালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫০ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৫৯ জন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩১ জন, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২১ জন, আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮০৯ জন, পেকুয়া জি,এম,সি ইনস্টিটিউশন কেন্দ্রে ৫৯৮ জন ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৮৬ জন।

অন্যদিকে জেডিসি পরীক্ষার ১৫ কেন্দ্রের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষাথী ৬০৬ জন, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা কেন্দ্রে ৮০৪ জন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৮৮৩ জন, চকরিয়া আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে ১৪৩২ জন, পহরচাঁদা ফাজিল মাদরাসা কেন্দ্রে ২৪৩ জন, আমজাদিয়া রফিকুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ৫৩৮ জন, কুতুবদিয়া কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৬৫২ জন,

মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৮২১ জন, কালারমারছড়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৫০০ জন, টেকনাফের রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে ৬৩৩ জন, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদরাসা কেন্দ্রে ৬১৭ জন, রাজাখালী বি,ইউ,আই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫৮ জন, রামুর মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ৫৯৫ জন,গর্জনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৪৪ জন, উখিয়া রাজাপালং এম, ইউ ফাজিল মাদরাসা কেন্দ্রে ৬৭২ জন।

উল্লেখ্য এবারই প্রথম পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌছার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল জেএসসিতে বাংলা প্রথম পত্র ও জেডিসিতে কোরআন মজীদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা গ্রহন করা হয়।

বৃহস্পতিার জেএসসিতে বাংলা ২য় পত্র ও জেডিসিতে আকাঈদ ফেক্বাহ ও আখলাক বিযয়ে পরীক্ষা নেয়া হবে।

466 ভিউ

Posted ১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com