রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

হোয়াটসঅ্যাপে ৮ জনের গ্রুপ কল : আসছে একাধিক নতুন ফিচার আসছে

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
419 ভিউ
হোয়াটসঅ্যাপে ৮ জনের গ্রুপ কল : আসছে একাধিক নতুন ফিচার আসছে

কক্সবাংলা ডটকম(২৩ এপ্রিল) :: জুম, হাউজপার্টির বাজার ধরতে মরিয়া হোয়াটসঅ্যাপ তাদের বেটা ভার্সনের গ্রুপ কলে প্রথমবারের মতো ৮ জনকে যুক্ত করার সুবিধা দিচ্ছে। এই সুবিধার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমটির পুরনো ৪ জনের গ্রুপ কলের ফিচার বাতিল করা হয়েছে।

লকডাউনের সময় জুম, হাউজপার্টির পাশাপাশি অ্যাপলের ফেসটাইম তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সেই তুলনায় হোয়াটসঅ্যাপ বেশি পিছিয়ে পড়ছে।

ঘরবন্দী মানুষকে একসঙ্গে আরও বেশি পরিচিতজনের সঙ্গে কথা বলার সুযোগ দিতে ফেসটাইম সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করার ফিচার এনেছে। জুম একবারে দিচ্ছে ১০০ জনকে। লার্জ মিটিং অপশনে সেটি ৫০০ জন পর্যন্ত যাচ্ছে!

গোটা পৃথিবীতে এখন হোয়াটসঅ্যাপের ২ বিলিয়ন ব্যবহারকারী। তারা যেন অন্য অ্যাপে না যান, সেটি নিশ্চিত করার চেষ্টায় ফেইসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠান।

আটজনে কথা বলার সুযোগ এখনই অবশ্য পাবেন না সাধারণ ব্যবহারকারীরা। বেটা অ্যাপের জন্য প্রাথমিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কবে থেকে সুবিধাটি পাবেন, সেটি এখনই বলা যাচ্ছে না।

মিরর অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, ফিচারটি উন্মুক্ত হতে কয়েক দিন লাগতে পারে। আবার কয়েক মাসও লেগে যেতে পারে।

চেনা যাবে ফেক নিউজ, থাকছে ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’, একাধিক নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

১১৩ whats
হোয়াটসঅ্যাপ। বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ। বিশ্ব জুড়ে প্রায় দুশো কোটি ব্যবহারকারী রয়েছে এই অ্যাপের। মাঝে মধ্যে ফেসবুকের এই মেসেজিং অ্যাপ নতুন নতুন ফিচার আনে।
২১৩ whatsapp
সম্প্রতি যেমন ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। তেমন আরও বেশ কিছু নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

৩১৩ whatsapp
তার মধ্যে হোয়াটসঅ্যাপে প্রথম যে নতুন ফিচার যুক্ত হতে চলেছে তা ভিডিয়ো কল নিয়ে। এতদিন হোয়াটসঅ্যাপে সর্বাধিক চার জন একসঙ্গে ভিডিয়ো কলে যুক্ত হতে পারতেন।
৪১৩ whatsapp
করোনাভাইরাসের আবহে লকডাউনের জেরে এখন সকলেই ঘরবন্দি। তাই ভিডিয়ো কলের ব্যবহারও বাড়ছে। হোয়াটসঅ্যাপের ভিডিয়ো কলে যেহেতু মাত্র চার জন একসঙ্গে যোগ দিতে পারেন, তাই বেশ কিছু ইউজার অন্য অনলাইন ভিডিয়ো প্ল্যাটফর্মে চলে গিয়েছেন।
৫১৩ whatsapp
ব্যবহারকারীদের ধরে রাখতে ভবিষ্যতে যাতে আরও অনেক জনকে একসঙ্গে ভিডিয়ো কলে যুক্ত করা যায়, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। ওয়াবিটাইনফো-র একটি প্রতিবেদন সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে।
৬১৩ whatsapp
হোয়াসটঅ্যাপের আরও এক প্রতিবন্ধকতা হল, একটি অ্যাকাউন্ট একটি মোবাইলেই ব্যবহার করা যায়। যে মুহূর্তে আপনি অন্য একটি মোবাইলে লগ ইন করবেন, আগের মোবাইল থেকে নিজে থেকেই লগ আউট হয়ে যাবেন।
৭১৩ whataspp
ওয়াবিটাইনফোর খবর, এই ফিচারের কিছু পরিবর্তন করার উপরও কাজ করছে হোয়াটসঅ্যাপ। অর্থাত্ এ বার একাধিক ফোনেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে সে ক্ষেত্রে সেই দু’টি বা তিনটি ফোন এক জন ব্যবহারকারীরই হতে হবে।
৮১৩ whatsapp
কী ভাবে হোয়াটসঅ্যাপ এই বিষয়টি লঞ্চ করবে, এবং কী ভাবে বুঝবে যে একই অ্যাকউন্ট-এ লগ ইন করা সমস্ত মোবাইল এক জন ব্যবহারকারীরই, তা অবশ্য এখনও জানা যায়নি।
৯১৩ whatsapp
এ বার আসা যাক হোয়াটসঅ্যাপ ওয়েব প্রসঙ্গে। ডেস্কটপে কাজ করার পাশাপাশি সমান তালে হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাওয়ার আদর্শ পদ্ধতি। কিন্তু ফোন ছাড়া বা ফোনের ইন্টারনেট সংযোগ ছাড়া তা সম্ভব নয়।
১০১৩ whatsapp
ওয়াবিটাইনফো জানাচ্ছে, এ বার এমন উপায় আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার ফলে ফোন বন্ধ থাকা অবস্থাতেও হোয়াটসঅ্যাপ ওয়েব-এ লগ ইন করা যাবে। এর জন্য নাকি ইউনিভার্সাল উইনডো প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
১১১৩ whatsapp
কোনও মেসেজ পাঠানোর পর তা ডিলিট করার ফিচার অনেক আগেই এনেছে হোয়াটসঅ্যাপ। এ বার ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ নামে একটা ফিচার এতে যুক্ত করতে চলেছে। এর ফলে ব্যবহারকারী নিজেই কোনও মেসেজ পাঠানোর পর সেই মেসেজ কত ক্ষণ পর পুরোপুরি মুছে যাবে, তার টাইম সেট করতে পারবেন।
১২১৩ whatsapp
ফেক নিউজ রুখতে ফরওয়ার্ড মেসেজের সংখ্যা আগেই রদ করেছে। এ বার কোনও ফরওয়ার্ডেড ছবি নকল কি না তা জানারও উপায় আনতে চলেছে।
১৩১৩ whatsapp
হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানো ওই ছবির পাশে একটা সার্চ আইকন থাকবে। যেটায় ক্লিক করলেই গুগল ইমেজ সার্চ অপশন খুলে যাবে সরাসরি। যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি ওই ছবি সত্যাসত্য জেনে নিতে পারবেন।
419 ভিউ

Posted ১:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

coxbangla.com |

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com