কক্সবাংলা ডটকম(১৫ জুন) :: মহাকাশে কৃষ্ণগহ্বর পরীক্ষা করার জন্য সফল ভাবে তাদের প্রথম এক্স-রে টেলিস্কোপ স্থাপন করল চীন। A Long March-4B রকেটের মাধ্যমে সেটি কক্ষপথে স্থাপন করা হয়েছে। টেলিস্কোপটির ওজন ২.৫ টন। চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত গোবি মরুভূমিতে অবস্থিত জিউকপয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে টেলিস্কোপটি পাঠান হয়।
The Hard X-ray Modulation Telescope (HXMT) টির নাম ইনলাইট। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মাধ্যমে চীনা বৈজ্ঞানিকরা আরো ভালো করে মহাকাশের চৌম্বকক্ষেত্র সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। জানতে পারবেন কৃষ্ণগহ্বর সম্পর্কে আরো তথ্য। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, এই নতুন অত্যাধুনিক টেলিস্কোপ চীনের মহাকাশ গবেষণার ক্ষেত্রেও নতুন দিশা দেখাবে।
এ ব্যাপারে বেজিং জানিয়েছে, দেশের কমিউনিস্ট সরকার যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এগোচ্ছে এটা তারই ছাপ রাখছে। ২০২২-এর মধ্যে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন বানানোর পরিকল্পনা নিয়েছে চীন। এটা তারই একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Posted ৩:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy