
নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কর্তন ও উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অদ্য রবিবার (২ নভেম্বর ২০২৫) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের স্টিমার ঘাট ও আজম কলোনী এলাকার কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন বনাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।
ভূগর্ভস্থ মাটি কর্তন ও উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত আইনের ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী দুই অভিযুক্ত ব্যক্তিকে দুইটি পৃথক মামলায় মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “পরিবেশ ও বনভূমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।”

Posted ১২:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta