রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মিয়ানমার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই রোহিঙ্গা প্রত্যাবাসন পথ সুগম করবে

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
68 ভিউ
মিয়ানমার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই রোহিঙ্গা প্রত্যাবাসন পথ সুগম করবে

কক্সবাংলা ডটকম(২৩ জানুয়ারি) :: ব্রিটিশদের কাছে থেকে স্বাধীনতা লাভ করার পর মিয়ানমারের সুদীর্ঘ পথচলা কখনোই মসৃণ ছিল না। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য মিয়ানমার সেনাবাহিনী গঠন করা হয়। এর আগে তিনটি যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা ধাপে ধাপে মিয়ানমার দখল ও রাজতন্ত্র উচ্ছেদ করে; এতে রাজকীয় বর্মী সেনাবাহিনী বিলুপ্ত হয়। ব্রিটিশদের মিয়ানমার দখলের বহু আগে থেকে বার্মিজ সংঘ এবং বার্মার রাজারা একটি পারস্পরিক সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলেছিল।

রাজারা সংঘকে সুরক্ষা ও সমর্থন দিত এবং এর ফলে গ্রামবাসী শাসকদের প্রতি অনুগত থাকত। মিয়ানমারে একই গ্রাম থেকে তরুণরা সৈনিক ও ভিক্ষু হিসাবে যোগ দেয় এবং বৌদ্ধধর্ম ও সামরিক শাসনের সহাবস্থান বহু যুগ ধরে চলমান রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্মিজরা অং সান এবং তার দলকে তাদের প্রথম সংসদীয় গণতন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করে। ১৯৪৭ সালে অং সানকে হত্যা করা হয়; পরবর্তীকালে অং সানের উত্তরসূরি উ নু ১৪ বছর বার্মা শাসন করেন। ১৯৬২ সালের ২ মার্চ নে উইন এবং তার মিত্ররা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী উ নু’র গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ইউনিয়ন রেভ্যুলুশনারি কাউন্সিলের (ইউআরসি) মাধ্যমে বার্মিজ ওয়ে অব সোশ্যালিজম চালু করে।

নে উইন বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি (বিএসপিপি) প্রতিষ্ঠা করেন। নে উইনের শাসনের বিরুদ্ধে ১৯৮৮ সালে বিদ্রোহ হয় এবং এ সময় জনগণ ও ভিক্ষুরা রাজপথে নামে। মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা সামরিক একনায়কত্ব পতনের আন্দোলনে সব সময় সক্রিয় ছিলেন। এ আন্দোলনে নে উইনের একচ্ছত্র ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ে এবং অং সান সুচি মিয়ানমারের রাজনীতিতে প্রবেশ করেন। নে উইন পদত্যাগ করে এবং সামরিক জান্তা স্টেট ল অ্যান্ড অর্ডার রিস্টোরেশন কাউন্সিল (এসএলওআরসি) প্রতিষ্ঠা করে ক্ষমতা দখল করে।

১৯৯০ সালে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অং সান সুচির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৮০ শতাংশের বেশি আসনে বিজয়ী হয়। এনএলডির প্রতিপক্ষ বার্মা সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি (বিএসপিপি) থেকে নতুনভাবে সংগঠিত ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি) সেসময় মাত্র ২ শতাংশ আসন জিতেছিল। ১৯৯০ সালের নির্বাচনের পর সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে এবং একটি নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করে। নতুন সংবিধানটি ২০০৮ সালের মে মাসে গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়।

২০০৭ সালের সেফ্রন বিপ্লবে ভিক্ষুরা সক্রিয় অংশগ্রহণ করেন। এ আন্দোলনের পর মিয়ানমারের সামরিক জান্তা চাপের মুখে পড়ে ও নির্বাচনের প্রস্তুতি নেয়। ২০১০ সালের ৭ নভেম্বর মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ২০০৮ সালের সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৫ সালের নির্বাচনে এনএলডি ক্ষমতায় আসে এবং বহু বছর পর মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ২০২০ সালের নির্বাচনে একই দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সেনাবাহিনী এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে।

ক্ষমতা গ্রহণের পর মিন অং হ্লাইং যোদ্ধা-রাজাদের মতো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের বৌদ্ধধর্মের রক্ষক হিসাবে নিজের একটি ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে বৌদ্ধধর্মের প্রতি সামরিক সমর্থন প্রদর্শনকারী রাষ্ট্রীয় সংবাদ সম্প্রচার বহুগুণ বেড়ে যায়। সুচিকে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারের সেনাশাসন তীব্র প্রতিরোধের মুখে পড়ে ও জনবিচ্ছিন্ন হয়ে যায়। মিয়ানমার সামরিক বাহিনী বর্তমানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের পাশাপাশি এনইউজির সশস্ত্র শাখা পিডিএফ এবং সংখ্যাগরিষ্ঠ বার্মিজ জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

২০২১ সালে সেনাশাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে বৌদ্ধ ভিক্ষুরা অনেকাংশে অনুপস্থিত ছিলেন। সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করে শান্তিপূর্ণ বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেয়। সেনাবাহিনী ও সেনাশাসকদের সমর্থনকারী ভিক্ষুদের অনুসারী সশস্ত্র মিলিশিয়ারা গণতন্ত্রপন্থি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সামরিক শাসকরা সাধারণ মানুষ, বিশেষ করে জাতিগত সংখ্যালঘু এবং অনেক ভিক্ষুর বিরুদ্ধেও অস্ত্র ব্যবহার করছে। চলমান প্রেক্ষাপটে ভিক্ষুরা বিক্ষোভ প্রদর্শন করছেন, জেলে যাচ্ছেন, সামরিক বাহিনী থেকে ভিক্ষা গ্রহণ করতে অস্বীকার করছেন, তাদের নিজস্ব অহিংস প্রতিরোধ গড়ে তুলছেন এবং বার্মার সীমান্তবর্তী জঙ্গলে ছাত্রদের সঙ্গে অল বার্মা ইয়াং মঙ্কস ইউনিয়ন নামে সংগঠিত হয়ে প্রতিরোধে অংশ নিচ্ছেন।

সামরিক বাহিনী তার বিরোধীদের বৈধতা নষ্ট করার জন্য ধর্মকে ব্যবহার করেছে এবং প্রতিরোধ আন্দোলন ও এর নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভিক্ষুরা জানান, তারা রাস্তায় সেনাদের মুখোমুখি হলে তাদের ওপরও গুলি চালানো হয় এবং অনেককে গ্রেফতারও করা হয়। এ পরিস্থিতিতে সামরিক সরকার তাদের ইতিবাচক ভাবমূর্তি গঠনের দিকে মনোযোগ দিয়েছে। সেনাবাহিনীর কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য সামরিক সরকার বৌদ্ধ ভিক্ষু সংগঠন ও কট্টর বৌদ্ধ সন্ন্যাসীদের শরণাপন্ন হয়েছে বলে অনেকে মনে করে।

বর্তমানে অনেক ভিক্ষু সামরিক সরকারের সমর্থক। সামরিক শাসকরা পরিকল্পিতভাবে ও সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে মূল্যবান উপহার দিয়ে উগ্র জাতীয়তাবাদী এবং ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য বৌদ্ধ নেতাদের একাংশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে। অতি জাতীয়তাবাদী ভিক্ষুরা মিয়ানমারে রোহিঙ্গা ও মুসলমানদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিয়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হামলাকে সমর্থন করেছিল। সামরিক বাহিনী প্রভাবশালী ভিক্ষুদের একটি অংশের পৃষ্ঠপোষকতা করে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে। ভিক্ষুরা বিক্ষোভে যোগদানের পর সামরিক বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং এরপর তারা ধর্মীয় নেতাদের বিশেষ সুযোগ-সুবিধা দিতে শুরু করে। সামরিক অভ্যুত্থানের পর সামরিক বাহিনীর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা ভিক্ষুদের জমি, গাড়ি এবং মঠের মতো মূল্যবান উপহার দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের মধ্যে যারা জান্তাকে সমর্থন করছে, সিতাগু সায়াদাও তাদের অন্যতম। তিনি মিয়ানমারে বেশ জনপ্রিয় একজন ভিক্ষু ছিলেন এবং ১৯৮৮ সালের বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বর্তমান জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে তিনি হিতৈষী রাজা মনে করেন। ২০১৭ সালে সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিতাড়নের সময় তিনি একটি ধর্মোপদেশে অ-বৌদ্ধদের জীবনের মূল্য কম এবং তাদের হত্যা করার বিষয়ে মত দিয়েছিলেন। সিতাগু মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাতে গভীরভাবে দুঃখিত, তিনি কোনো দলের পক্ষে নন এবং জনগণ ও জাতির উন্নতিই তার কাম্য বলে জানান।

মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবসে উগ্র জাতীয়তাবাদী মনোভাব এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য আলোচিত-সমালোচিত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুকে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার ‘থাইরি পিয়ানছি’ পদক প্রদান করে। ভিক্ষু উইরাথু রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘৃণা ছড়িয়ে আসছিল। মিয়ানমারের রোহিঙ্গাদের মালিকানায় থাকা ব্যবসা বর্জন করা এবং মুসলমানদের সঙ্গে বৌদ্ধদের বিয়ে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করে উইরাথু আলোচনায় আসে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উইরাথুকে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি সাধারণ মানুষের ঘৃণা ও বিদ্বেষ বাড়াতে জান্তাকে সহায়তা করার জন্য অভিযুক্ত করে।

তারা জানায়, উইরাথুর মুসলিমবিদ্বেষী ভূমিকা ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জান্তার দমনপীড়নে সহায়তা করেছে। এনএলডি মিয়ানমারের জাতিগত সহিংসতা বন্ধে আগে থেকেই কাজ করছিল। উগ্রবাদী বৌদ্ধ সংগঠনের কাছে রোহিঙ্গাদের গ্রহণযোগ্যতার বিষয়ে এনএলডির সহপ্রতিষ্ঠাতা উইন টিন ২০১৪ সালে মান্দালে শহরে অসিন উইরাথুর মঠে এসে তার সঙ্গে দেখা করেন, তবে তাদের আলোচনায় সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি। ২০১৭ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা নির্মূলের সময় সুচি তাদের পাশে দাঁড়ালেও পরবর্তীকালে তার সরকার প্রকাশ্যে সহিংসতাকে সমর্থনকারী অতি জাতীয়তাবাদী ‘মা বা থা’ ভিক্ষুদের লাগাম টেনে ধরার চেষ্টা করেছিল। ‘মা বা থা’ ভেঙে দেওয়া হয়েছিল এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়া ভিক্ষু উইরাথুকে জেলে পাঠিয়েছিল। ২০২১ সালের অভ্যুত্থানের পর উইরাথুসহ ‘মা বা থা’ ভিক্ষুদের সামরিক সরকার মুক্তি দেয়।

মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবসের ভাষণে জান্তাপ্রধান মিন অং হ্লাইং চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে জানান এবং একই সঙ্গে চাপ প্রয়োগ, সমালোচনা ও আক্রমণ সত্ত্বেও যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ, সংগঠন ও ব্যক্তি মিয়ানমারকে সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে তাদের ধন্যবাদ জানান। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবসে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ এবং আশা করছে যে, মিয়ানমার দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করবে।

মিয়ানমারের সব ভিক্ষু সেনাশাসন সমর্থন করেন না। নজরদারি ও ক্র্যাকডাউন সত্ত্বেও মান্দালয়ের বৌদ্ধ মঠগুলোতে প্রতিবাদের সময় অনেক মানুষ জড়ো হয় এবং সেখান থেকে অনেকে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীতে যোগ দেয়। সেফ্রন বিপ্লবের বিক্ষোভে নেতৃত্বদানকারী নির্বাসিত এক ভিক্ষু জানান, যেসব ভিক্ষু জান্তাবিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় অংশ নিয়েছিল, তারা তাদের ধর্মের প্রথম নীতি লঙ্ঘন করছে। তিনি জানান, জীবন্ত বস্তুকে হত্যা করা বৌদ্ধ ধর্মে একটি ক্ষমার অযোগ্য অপরাধ। ‘মা বা থা’ ভিক্ষুরা উগ্র জাতীয়তাবাদ ও ঘৃণা না ছড়িয়ে রাখাইনের উন্নয়নের জন্য সক্রিয় হলে জনগণের জীবনমানের উন্নতি হতো এবং দেশে শান্তি বিরাজ করত, যা বৌদ্ধধর্মের লক্ষ্য। মিয়ানমারের শীর্ষ বৌদ্ধ কর্তৃপক্ষ মাহানা নামে পরিচিত। অভ্যুত্থানের পরপরই এর চেয়ারম্যান সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন, তবে তারা এ সংকটের বিষয়ে নীরবতা অবলম্বন করছেন।

কয়েক শতাব্দী ধরে মিয়ানমারের ভিক্ষুরা সাহসী রাজনৈতিক অবস্থান নিয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ব্রিটেন থেকে মিয়ানমারের স্বাধীনতার দাবিতে অনশন থেকে শুরু করে ১৯৮৮ ও ২০০৭ সালে সেনাবাহিনীর শাসনের বিরুদ্ধে রাস্তায় তারা বিক্ষোভ করেন। অভ্যুত্থানবিরোধী আন্দোলন রাজনৈতিক ও সামরিকভাবে সামরিক বাহিনীকে দুর্বল অবস্থানে নিয়ে এসেছে। ধর্মীয় নেতারা এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, যা মিয়ানমারে টেকসই শান্তির ভিত্তি স্থাপনে সহায়তা করবে।

প্রায় ছয় বছর ধরে মিয়ানমার থেকে নির্যাতিত ও নৃশংস দমনপীড়নের মুখে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। এ দীর্ঘ সময়ে বাংলাদেশ সরকার জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থার সঙ্গে একত্রে তাদের মানবিক সাহায্য দিয়ে আসছে। মিয়ানমার কর্তৃক সৃষ্ট এ সমস্যা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৎ প্রতিবেশীসুলভ আচরণ দেখিয়েছে এবং পারস্পরিক সম্পর্কোন্নয়নের সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মিয়ানমারের ইসলামভীতির পক্ষে বাংলাদেশের দিক থেকে কোনো ধরনের যে সমর্থন নেই, তা এ দীর্ঘ সময়ে দৃশ্যমান ও প্রমাণিত। বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে।

মিয়ানমারের সামরিক সরকার আগামী দিনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চায়। বৌদ্ধ ভিক্ষু ও সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমার সেনাবাহিনী জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে, শান্তি প্রতিষ্ঠা করে রোহিঙ্গাদের দ্রুত ফেরার পথ সুগম করার উদ্যোগ নিলে বাংলাদেশ তাকে অবশ্যই স্বাগত জানাবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করার জন্য বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ভিক্ষুরা সংঘাত ও সংঘর্ষের পক্ষে না থেকে শান্তি ও ঐক্য গড়ে তুললে মিয়ানমারের উন্নয়ন ত্বরান্বিত হবে। এতে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ সুগম হবে বলে আশা করা যায়।

ব্রি. জে. (অব.) হাসান মো. শামসুদ্দীন : মিয়ানমার ও রোহিঙ্গাবিষয়ক গবেষক

68 ভিউ

Posted ৩:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com