
এম জিয়াবুল হক, চকরিয়া :: টানা ৩৭ বছর স্বাস্থ্য পরিদর্শক পদে সরকারি চাকুরি করে চাকুরির জীবনের ইতি টানলেন কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদ।
চাকরি জীবনের শেষ কর্ম দিবস উপলক্ষে প্রিয় প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীদের অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাঁকে অনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন সহকর্মীদের সঙ্গে নিয়ে বিদায়ী স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদকে সংবর্ধিত করেন।
চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড হালকাকারা গ্রামের বাসিন্দা স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদ ১৯৮৮ সালের ২৯ জুন তারিখে স্বাস্থ্য বিভাগের সরকারী চাকুরীতে যোগদান করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, চকরিয়া উপজেলা হাসপাতালে যোগদানের পর থেকে উপজেলায় স্বাস্থ্যখাতের অগ্রগতি উন্নয়নে একসাথে কাজ করেছি, সেসময় পুরানো ও অভিজ্ঞ সহকর্মী হিসেবে স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদ মাঠ পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
মাঠ পর্যায়ের বিভিন্ন জাতীয় কর্মসূচী সফলতার সহিত সম্পাদন করতে সহায়তা করেছেন। তার চাকুরীকালে কোন ধরণের কালিমা ছিলনা এবং সুনামের সাথে তিনি চাকুরি জীবন শেষ করেন।
তিনি বলেন, স্বাস্থ্য পরিদর্শক নজির সাহেবের সততা এবং কাজের প্রতি জবাবদিহিতা ভবিষ্যতের মাঠ পর্যায়ের সহকর্মীদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
আমার তাঁর অবসর পরবর্তী সুস্থ জীবন সুন্দর ভাবে কাটুক সেইটা প্রত্যাশা রাখছি।

Posted ১২:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta