দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়কে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
আটকরা হলো, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মোঃ আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩), ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।
এব্যাপারে মামলা করে আটকদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta