রোতাব চৌধূরী :: ” শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এ প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সম্মানিত শিক্ষকরাই মানুষ ও সমাজ তৈরীর কারিগর।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দক্ষ জাতিগঠনে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাপ্রদানে শিক্ষকদেরই শতভাগ নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গুলশান আক্তাররের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষকতাকে পুনর্গঠন করাসহ শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ, দক্ষতা অর্জনে কারিগরী শিক্ষা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta