
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে ধারনা দিতে কক্সবাজারের চকরিয়ায় “সচেতনতামূলক কর্মসুচী” পালিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে চকরিয়া রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কক্সবাজার জেলা এই কর্মসুচির আয়োজন করেন।
নিরাপদ খাদ্য সম্পর্কে “সচেতনতামূলক কর্মসুচীতে” সভাপতিত্ব করেন চকরিয়া রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম।
এতে প্রধান আলোচক ছিলেন- কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চকরিয়া রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা, চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইমলাম, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এসময় বক্তরা নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা দেন। নিরাপদ খাদ্য চেনার নানা রকম উপায় বলেন। অনিরাপদ খাদ্যগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন।

Posted ২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta