
মোর্শেদুর রহমান খোকন :: কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান (অবঃ) লেঃ কর্নেল ফোরকান আহম্মেদ বলেছেন কক্সবাজারে সাম্প্রতিক সময়ে যুব সমাজ খুব বেশি মাদকাসক্ত হয়ে পড়ছে। অনেক শিক্ষিত যুবক বেকারত্বের ফাঁকে অসাবধানতায় মরন নেশা মাদকে ধাবিত হচ্ছে প্রতিদিন। তাই সমাজের শিক্ষিত ছাত্র-যুবকদের এই মাদেকর ভায়াবাহ বিপদ থেকে রক্ষায় বই মুখী করতে প্রতিটি পাড়ায় মহল্লায় এখনই পাঠাগার স্থাপনের বিকল্প নেই।
বুধবার (২০ জুলাই) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবনের নিচতলায় বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে
শেখ রাসেল গণ পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান। তাকে হত্যা করা হয়েছে। তার স্মৃতি ধরে রাখতে আজকের এই পাঠাগার। একটি মাদক মুক্ত সমাজ বা একটি দেশ গঠনে বই পড়ার বিকল্প নেই। তিনি বলেন সম্প্রতি সবাই ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়েছে।এই আসক্তি থেকে আমাদের বের হতে হবে। সকলের হাতে যদি বই পৌঁছাতে পারি তবে সুন্দর মনমানসিকতা সৃষ্টি হবে।
আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একটি সুন্দর দেশ বিনির্মানে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের।বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তার সারথী হতে চাই।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কক্সবাজার সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আমিন আল পারভেজ, উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সচিব আবু জাফর মোঃ রাশেদ দুদক কক্সবাজারের উপ পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Posted ১২:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
coxbangla.com | Chanchal Das Gupta