
রোতাব চৌধূরী :: লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে প্রথমবারের মতো কুষ্টিয়া, ঢাকাসহ সারাদেশের ন্যায় কক্সবাজার জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে লালন উৎসব।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংস্কৃতিক কেন্দ্রে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ফকির লালন সাঁইয়ের সংগীত আমাদের মানবতা, ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা দেয়।
গুণী এই সাধক সংগীত জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।আমরা যেন তাঁর গান ও দর্শন থেকে প্রেরণা নিতে পারি।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী,সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন হ্লা রাখাইন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক মামুন উদ্দিন জুয়েলসহ সংশ্লিষ্টরা লালনের ভাব-দর্শন নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় ফকির লালনের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা ও সমাজ সংস্কারমূলক অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
লালনের গান শুধু সংগীত নয়, মানবতার এক গভীর দর্শন,বলেন তারা।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতি কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কবি -ছড়াকার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সঞ্চালনায় এতে সাংস্কৃতিক উৎসবে লালনের গান পরিবেশিত হয়।
লালন ভাবগীতির সুর আর গানের বাণীতে উৎসব পরিণত হয় লালন শিল্পীদের মিলন মেলায়।

Posted ১১:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta