
নাজিম উদ্দিন,পেকুয়া :: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণ খুইয়েছেন এক গৃহবধূ। ওয়াশ রুমে যাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে গৃহবধূকে অজ্ঞান করে তাঁরা স্বর্ণ ছিনিয়ে নেয়।
কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণের চেইন এবং স্বর্ণ বিক্রির নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা এর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া ও এসআই মো. সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এর আগে আমিরাবাদ স্কুল রোড এলাকার শারমিন জন্নাত (৩০) নামে এক গৃহবধূ পেকুয়া থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১০/২১৪।
মামলার অভিযোগে তিনি জানান, ১৬ অক্টোবর দুপুরে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে কৌশলে ঘরে ঢুকে তাকে অজ্ঞান করে কানের দুল ও গলার চেইনসহ প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় চক্রের সদস্যরা।
পরে এলাকাবাসী পেকুয়া পহরচাঁদা সীমান্ত ব্রিজ এলাকা থেকে মুক্তা বেগম (৩৮) ও রেনু বেগম (৬০) নামে দুই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরি করা স্বর্ণ আমিরাবাদ বাজারে বৈশাখী জুয়েলার্স-এ বিক্রি করা হয়।
পুলিশের অভিযানে দোকানটি থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এছাড়া ১ লক্ষ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে, যা স্বর্ণ বিক্রির অংশ।
মামলার আসামিরা হলেন, রেনু বেগম (৬০), মুক্তা বেগম (৩৮), রুবি বেগম (৩৭), গোলাপী (৫৮), কাকলী (২৫), রৌশন আরা বেগম (৬০) ও শেফালী বেগম (৪৫)।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Posted ১১:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta