
সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে।
মূমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার শিকার মর্জিনা আকতার (১৫) উপজেলার রাজারকুল ইউনিয়নের র্প্বূ রাজারকুল গ্রামের আবুল কাসেমের মেয়ে এবং রাজারকুল হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রামার অষ্টম শ্রেণির ছাত্রী।
খবর পেয়ে স্বজনরা মর্জিনাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে যান।
দূর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
বৃহষ্পতিবার, রাত ১০ টা পর্যন্ত ওই ছাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানা গেছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুলহ হক চৌধুরী জানিয়েছেন- দুপুরে রেলে কাটা পড়ে মর্জিনা আকতার নামের এক ছাত্রী দুই পা হারিয়েছে।
তিনি এ বিষয়ে খোঁজখবর রাখছেন।

Posted ১০:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta