
রোতাব চৌধূরী :: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা।
বুধবার সকালে জেলা প্রশাসন ও বি়আরটিএ কক্সবাজারের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা আমাদের একটি বড় সমস্যা। সচেতনতাই পারে এ দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।
এ ছাড়া সড়ককে নিরাপদ রাখার উপর সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দীন খালেদ চৌধুরী, বিআরটিএর সহকারী পরিচালক মো কামরুজ্জামান, সিএস অফিসের এমও ডা কনীনিকা দস্তিদার,ট্রাফিক পুলিশের পরিদর্শক মু: খসরু পারভেজ,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সড়ক পরিবহন আইন মেনে চলা, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ,অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ ও ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে সচেতনতা বৃদ্ধি,অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পরিবহন মালিক,চালক,শ্রমিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের পরিবারের মাঝে ২০ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

Posted ১২:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta