
দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় আপন ফুফাতো ভাইয়ের হাতে নিহত হলেন সরোয়ার আলম (২৫) নামের এক যুবক।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সরোয়ার আলম কক্সবাজার পৌরসভার লাইট হাউজ এলাকার আবুল কালামের ছেলে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সরোয়ারের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ারের ফুফাতো ভাই রায়হান উত্তেজিত হয়ে কাচের গ্লাস ভেঙে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় ঘটনাস্থল।
গুরুতর আহত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।
পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটেছে। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
সরোয়ারের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে চলছে আহাজারি। কেউই ভাবতে পারছেন না, এক মুহূর্তের ভুল বোঝাবুঝি এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এক প্রতিবেশী চোখের পানি মুছে বলেন, সরোয়ার ছিল ভীষণ ভালো ছেলে, কারও সঙ্গে শত্রুতা ছিল না। শুধু একটু কথার ঝগড়ায় রায়হান ওকে শেষ করে দিল।

Posted ১:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta