
রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ অক্টোবর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান,অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, স্বাস্থ্যসেবা,পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta