শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজার জেলায় এইচএসসিতে পাসের হার ৫৪.৩৯ শতাংশ : জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন

বুধবার, ১৭ জুলাই ২০১৯
249 ভিউ
কক্সবাজার জেলায় এইচএসসিতে পাসের হার ৫৪.৩৯ শতাংশ : জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন

কক্সবাংলা রিপোর্ট(১৭ জুলাই) :: কক্সবাজার জেলায় এইসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে।গত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে।এবার জেলায় এইসএসসি তে পাসের হার ৫৪ দশমিক ৩৯ শতাংশ। যা গতবারের তুলনায় ৭ দশমিক ২৭ শতাংশ কম।আর জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।যেখানে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। আর ২০১৮ সালে কক্সবাজারে ১০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছিল ৬ হাজার ৪২৭ জন। পাসের হার ছিল ৬১ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩৮ জন। তবে এবছর জিপিএ-৫ বেড়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো ফলাফল বিবরণীতে এসব তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে,২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ হাজার ৬৯৮ জন।এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে ১০ হাজার ৬২০জন। এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৭শ ৭৬জন। পাশের হার ৫৪.৩৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। এর মধ্যে ২৭জন ছেলে এবং ২৯ জন মেয়ে।জেলায় বেশি জিপিএ-৫ কক্সবাজার সরকারী কলেজ পেয়েছে ৫১ জন। ১জন করে পেয়েছে সরকারী মহিলা কলেজ,মহেশখালী কলেজ ও ঈদগাহ ফরিদ আহম্মদ কলেজ।

এবছর জেলায় বিজ্ঞান বিভাগ থেকে ১৪শ ৫২শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৪শ ৩৫ জন। যেখানে পাস করেছে ১ হাজার ৯৭ জন। পাশের হার ৭৬.৪৫ শতাংশ।গতবছর বিজ্ঞান বিভাগ থেকে মোট পাশ করেছিল ৮৯৭ জন এবং পাশের হার ছিল ৭০.৯৭%। জিপিএ-৫ পেয়েছিল ২৪ জন।

বাণিজ্য বিভাগ থেকে এবছর ৬হাজার ১২৯শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৮৬ জন। যেখানে পাস করেছে ২ হাজার ৭৯৬ জন। পাশের হার ৪৫.৯৪ শতাংশ। গতবছর ৩ হাজার ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১হাজার ৯শ ২০জন। পাসের হার ছিল ৬২.১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১ জন।

মানবিক বিভাগ থেকে এবছর ৩ হাজার ১১৭ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৯৯ জন। যেখানে পাস করেছে ১ হাজার ৮৮৩ জন। পাশের হার ৬০.৭৬ শতাংশ।গতবছর ৪ হাজার ৭শ ৭২জনের মধ্যে পাশ করেছিল ২ হাজার ২১৫ জন।পাশের হার ছিল ৪৬.৪২ শতাংশ।জিপিএ-৫ পেয়েছিল মাত্র ২ জন।

এবারে জেলার অধিকাংশ কলেজের সার্বিক ফলাফল নিম্নমানের হলেও প্রতিবারেরমত এবারও ঈর্ষনীয় সাফল্য পেয়েছে কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ।

কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ্য একেএম ফজলুল করিম চৌধূরী জানান, এবছর ৯৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৪০ জন এবং পাশের হার ৯৪.০৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩৯ জন, ব্যবসায় শিক্ষায় ৬ জন এবং মানবিকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ প্রাপ্তদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৭ জন মেয়ে।

এছাড়া ফলাফলে জেলায় টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ১শ ৩২জন পরীক্ষার্থীদের মধ্যে ৯৮জন (৭৪.২৪%), শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ৪শ ২২জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ৮৫জন (৬৭.৫%),

কক্সবাজার কমার্স কলেজের ১শ ৫৪জন পরীক্ষার্থীদের মধ্যে ৫৮জন (৩৭.৬%), চকরিয়া আবাসিক মহিলা কলেজের ৫শ ৪৮জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ৭০জন (৪৯.২০%), কক্সবাজার সরকারী মহিলা কলেজের ৯শ ৫জন পরীক্ষার্থীদের মধ্যে ৬শ ২৯জন (৬৯.৫০%), কক্সবাজার সিটি কলেজের ১হাজার ২শ ২১জন পরীক্ষার্থীদের মধ্যে ৬শ ২১জন (৫০.৫০%), টেকনাফ ডিগ্রী কলেজের ৩শ ৪৫জন পরীক্ষার্থীদের মধ্যে ১শ ৭৭জন (৫১.৩০%),

কক্সবাজার হাভার্ড ইন্টার ন্যাশনাল কলেজের ১শ ৮৭জন পরীক্ষার্থীদের মধ্যে ৮০জন (৪২.৭৮%), ডুলাহাজারা কলেজের ৬শ ৮২জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৫৪জন (৫১.৯০%), মহেশখালী ডিগ্রী কলেজের ৭শ ৫৪জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৭জন (৪০.৭০%), বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ৪শ ৭৮জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ১০জন (৪৩.৯০%), বদরখালী কলেজের ২শ ৪৫জন পরীক্ষার্থীদের মধ্যে ৬৭জন (২৭.৩০%), কুতুবদিয়া কলেজের ৬শ ৩৬জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৯৬জন (৬২.২০%),

ঈদগাহ ফরিদ আহমদ কলেজের ৩শ ৮৫জন পরীক্ষার্থীদের মধ্যে ১শ ৯০জন (৪৯.৩০%), চকরিয়া কমার্স কলেজের ৬৩জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩জন (২০.৬০%), উখিয়া কলেজের ৫শ ৬২জন পরীক্ষার্থীদের মধ্যে ১শ ৫৪জন (২৭.৪০%), রামু কলেজের ৮শ ৭৯জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৯০জন (৪৪.৩৬), চকরিয়া কলেজের ৬শ ৫২জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৮৫জন (৫৯.০৪%), বঙ্গবন্ধু মহিলা কলেজের ২শ ২২জন পরীক্ষার্থীদের মধ্যে ৯৪জন (৪২.৩৪%),

হোয়ানক কলেজের ৭০জন পরীক্ষার্থীদের মধ্যে ২০জন (২৮.৫০%),চকরিয়া সিটি কলেজের ১শ ১৮জন পরীক্ষার্থীদের মধ্যে ১১জন (০৯.০০%) ধুরুং কলেজের ৩৫জন পরীক্ষার্থীদের মধ্যে ৬জন (১৭.১০% এবং কুতুবদিয়া মহিলা কলেজের ৬১জন পরীক্ষার্থীদের মধ্যে ২১জন (৩৪.৪০%)পাস করেছে।

249 ভিউ

Posted ৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুলাই ২০১৯

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com