দীপন বিশ্বাস :: কক্সবাজারে বাংলা মদ বহনকারী একটি মিনি ট্রাক সড়কে রেখে পালালো ট্রাক ড্রাইভার ও হেলপার।
পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ট্রাকটি তল্লাসি চালিয়ে ২০০ লিটার চোলাইমদ জব্দ করেছে।
এসময় মদ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি আটক করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ৬ টায় শহরের বৌদ্ধ মন্দির সড়কে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলদীঘির উত্তর পাড়ে পুলিশের উপস্থিতি টের পেলে একটি মিনি ট্রাক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্রাকটির পিছু নেয়।
একপর্যায়ে মিনি ট্রাকটি বৌদ্ধ মন্দির সড়কে ফেলে রেখে গাড়ির ড্রা্ইভার ও সহকারী পালিয়ে যায়।
পরে মিনি ট্রাকটিতে তল্লাশি করে ১০ বস্তা চোলাই মদ উদ্ধার করা হয় যার পরিমান ২০০ লিটার।
পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Posted ১১:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta