
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ফারিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত দুই দিনে দুই শিশুর মৃত্যু হলো।
সে উপজেলার লেমশীখালী ইউনিয়নের আশা হাজির পাড়া গ্রামের আনোয়ারের সন্তান বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে সকাল সোয়া ১১ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিতি পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, মধ্যখানে কয়েক মাস কুতুবদিয়া পানিতে ডুবে শিশু মৃত্যু কমেছিল। এখন আবার বাড়তে শুরু করেছে। অভিভাবকদের সচেতন হতে হবে।

Posted ৬:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta