
নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকা থেকে ছাত্রলীগের সক্রিয় নেতা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তাহেরের ছেলে আশরাফ মোহাম্মদ মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দক্ষিণ মগডেইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, তিনি কুতুবদিয়া থানায় দায়ের করা মামলা নং–০১, জিআর নং–৭১, তারিখ ০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ মামলার আসামি।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুতুবদিয়া থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষার্থে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকা থেকে গৌরাঙ্গা দাশকে আটক করা হয়।
তিনি সিআর সাজা নং–২৩১/২১ (কুতুবদিয়া), ধারা–এনআই অ্যাক্টের ১৩৮ এর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার পিতা মৃত জীবন কৃষ্ণ দাশ।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গৌরাঙ্গা দাশ বড়ঘোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিদ্যুৎ মার্কেট এলাকার স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে জারি থাকা আদালতের পরোয়ানার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত রয়েছে।

Posted ১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta