
এম নজরুল ইসলাম,কুতুবদিয়া :: আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে কুতুবদিয়ার পাঁচ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২’শ ২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গণ ভবন হতে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে কুতুবদিয়ার পাঁচ অসহায় পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে এসব পরিবারকে গৃহ ও জমির সনদ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
এসময় উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)ওমর হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, উত্তর ধূরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম.এ হাছান কুতুবী, জন প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Posted ১:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জুলাই ২০২২
coxbangla.com | Chanchal Das Gupta