
বিশেষ প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটিতে টানা দ্বিতীয় বারের মতো সদস্য মনোনিত হয়েছেন কক্সবাজারের রামুর কৃতি সন্তান, ঢাকাস্থ কক্সবাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, তরুণ উদ্যোক্তা ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে সাম্ভাব্য মনোনয়ন পদপ্রার্থী সুজন শর্মা।
বর্তমান পরিবেশ বান্ধব সরকারের গুরুত্বপূর্ণ এই কমিটি গঠন করা হয়েছে বন ও পরিবেশ নিয়ে কাজ করা সফল, ত্যাগী ও ক্লিন ইমেইজের নবীন-প্রবীন ব্যক্তিদের সমন্বয়ে।
বুধবার (৪ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন দেন ।
সুজন শর্মা এর আগেও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুজন শর্মা জানান,”প্রথমেই আমি স্মার্ট বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি দেশের পরিবেশ রক্ষায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।”
পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম পি,বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য কক্সবাজারের রামুর কৃতি সন্তান, ঢাকাস্থ কক্সবাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, তরুণ উদ্যোক্তা সুজন শর্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় একক উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচি পালন করেন।
করোনা মহামারির শুরুর দিকে রামু হাসপাতালের ডাক্তারদের জন্য ঢাকা থেকে প্রথম পিপিই সহ জরুরী প্রয়োজনীয় সামগ্রী পাঠান।
এছাড়াও ব্যক্তি উদ্দ্যোগে ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে মহামারি চলাকালে খাদ্য ও অনান্য জরুরী সামগ্রী সাধ্যমত পাঠানো অব্যাহত রাখেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রামুর শিল্পী সাজ্জাদ হোসেন সাঈদের বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য শিল্পকর্ম প্রদশর্নীর ব্যবস্থা করলে ব্যাপক প্রশংসিত হয়।
এদিকে তার এই পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta