
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: জহির আহমদ ও শাহেনা আক্তার। পরস্পর স্বামী-স্ত্রী।
আইন-শ্ঙ্খৃলা বাহিনীকে ফাঁকি দিয়ে দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।
শেষমেষ স্বামী-স্ত্রী ধরা পড়ে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের হাতে।
এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ও একটি মোবাইল ফোন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহেনা আক্তার (৪৫) ও স্বামী জহির আহমদ (৫৪)।
তারা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল এলাকার বাসিন্দা।
বর্তমানে তারা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বসবাস করছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জহির আহমদ ও শাহেনা আক্তার স্বামী-স্ত্রী।
তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় বুধবার তারা ব্যাটারি চালিত অটোরিক্সায় করে ইয়াবা বড়ি পাচারের উদ্যোশে চিরিংগা পৌরশহরে আসছিলো।
গোপনে এরকম সংবাদ পেয়ে থানার এসআই আবুল খায়েলের নেতৃত্বে একদল পুলিশ অভিাযানে যায়।
এসময় অটোরিক্সাকে থামিয়ে তল্লাশি চালালে একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোবাইল ও অটোরিক্সা।
তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
ধৃতদের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Posted ৩:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta