
এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি বদ্দখাল থেকে গলিত এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চোয়ারফাঁড়ি বাধ বদ্দখাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, লাশের পরণে শার্ট ছিল। সমস্ত শরীর পচে গলে গেছে। কোনভাবে তাঁর পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। তবে উদ্ধার হওয়া লাশ ১২-১৩ বছর বয়সী শিশুর হতে পারে।
স্থানীয় লোকজন জানিয়েছে, বুধবার বিকালে কয়েকজন ছেলে ঘাস কাটতে নামে বদ্দখালে। এক পর্যায়ে পচাঁ গন্ধ পায় তারা। গন্ধ খুঁজতে গিয়ে দেখতে পায় ঘাসের মাঝখানে একটি লাশ ভাসছে।
পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, শরীর থেকে মাংস খসে পড়ায় লাশের পরিচয় সনাক্ত করা যাচ্ছে না।
সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি বুধবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তকরণে পুলিশ কাজ করছে।

Posted ১১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta