
এম.জিয়াবুল হক,চকরিয়া :: নিরাপদ সড়ক চাই কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিটির আয়োজনে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” স্লোগানে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল এগারোটায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
তাঁর আগে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান, চকরিয়া মহিলা কলেজের সভাপতি অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, সাংবাদিক এম. আলী হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সরোয়ার আলম।
এসময় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Posted ১২:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta