
এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা পুরাতন বাস স্টেশন জামে মসজিদের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে উপরোক্ত কমিটি অনুমোদিত হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের পেশইমাম ও খতিব মাওলানা কফিল উদ্দিন মসজিদ প্রাঙ্গনে মুসল্লীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ইউএনও কতৃক অনুমোদিত মসজিদ কমিটি পড়ে শুনান।
অনুমোদিত কমিটিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান আহবায়ক, চকরিয়া এশিয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম সদস্য সচিব মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটির সদস্য করা হয়েছে চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, ইসলামিক ফাউণ্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব ফয়জুল আজিম, স্থানীয় বাসিন্দা নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক বশির আহমদ, ব্যবসায়ী মুহাম্মদ রফিকুল হক।
মসজিদ কমিটির সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল পূর্বের মসজিদ কমিটির (অস্থায়ী কমিটি) সাবেক সহসভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও পরদিন ৩০ এপ্রিল মসজিদ কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব মো. শামসুল আলম চিরিঙ্গা বাস-স্টেশন জামে মসজিদ কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে পুন:কমিটি গঠনের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে আবেদন করেন।
তাদের জমা দেওয়া আবেদনের প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান মসজিদ কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে ৭ সদস্য বিশিষ্ট অস্থায়ী আহবায়ক কমিটি অনুমোদন দেন।

Posted ১১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta