
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: চকরিয়ার মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় মোহাম্মদ আনাছ নামের ৭মাস বয়সী এক শিশুর লাশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯নভেম্বর) ভোরে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি স্টেশনস্থ মাতামুহুরী নদীর পয়েন্ট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু মোহাম্মদ আনাছ উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকার হোসাইন আলীর ছেলে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, মাতামুহুরী নদীর তীরবর্তী সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বসবাস করে আসছেন হোসাইন আলীর পরিবার। রাতে শিশুটি খুব স্বজোরে কান্নাকাটি করেছিল।
এসময় মা শিশুকে শান্ত করতে বুকের দুধও খাওয়ান। একপর্যায়ে শিশুটি ঘুমিয়ে পড়েন বলে জানান মা।
তিনি আরও জানান, বুধবার ভোরে কাকারা মাঝের ফাঁড়ি স্টেশন জামে মসজিদের কয়েকজন মুসল্লি শিশুটিকে মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় দেখতে পাই। ওই শিশুটিকে স্থানীয় লোকজন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবতীর নেতৃত্বে একদল পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবতী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিশুর লাশ উদ্ধার করি।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কীভাবে শিশুটি নদীতে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Das Gupta