
কক্সবাংলা রিপোর্ট :: চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল লালদিয়া, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কক্সবাজারে সমাবেশ করেছে বাম ও প্রগতিশীল সংগঠনগুলো।
সমাবেশে বক্তারা সরকারের সিদ্ধান্তকে জাতীয় স্বার্থবিরোধী বলে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
শুক্রবার(১৭ অক্টোবর) বিকালে কক্সবাজার শহরের পৌরসভা চত্তরে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
তারা দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সংবিধানগত এখতিয়ার নেই এবং এমন পদক্ষেপ দেশের সম্পদকে বিদেশি স্বার্থের কাছে হস্তান্তরের সামিল।
বক্তারা আরও বলেন, ‘ড. ইউনুস আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার কথা বললেও তা বাদ দিয়ে আপনি চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ডিসেম্বর মাসে চুক্তি করবেন। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি আমরা করতে দিব না। আমরা চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দিতে দিব না।
স্বাধীনতার পর থেকেই বুর্জোয়া শাসকগোষ্ঠীরা বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করে আসছে। বাংলাদেশের জনগণের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোন অধিকার ড. ইউনুসের নেই। এখতিয়ার বহির্ভূতভাবে তা দেওয়ার চেষ্টা করা হলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী শক্তিদের উৎখাত করা হবে।’


Posted ১১:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta