
হেলাল উদ্দিন টেকনাফ :: যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২১শে ফেব্রুয়ারী সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামরুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় ২১ শে ফেব্রুয়ারি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি,বীর মুক্তিযুদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহীর হোসেন এম এ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার জাহাঙ্গীর আলম ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।
এর আগে কবিতা আবৃত্তি করেন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল ও এনজিও প্রতিনিধি পিএল মুর্শেদী।
সভাপতি উপজেলা নির্বাহি অফিসার সমাপনী বক্তব্যে মহান ২১শে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে, ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মাওঃ নেজাম উদদীন।
এদিন, রাত ১২ টা ১ মিনিটে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন,উপজেলা বিএনপি, মডেল থানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ১৬ এপিবিএন, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।


Posted ১০:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta