
নাজিম উদ্দিন, পেকুয়া :: তিন দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, তিন দফা মেনে নিন, না হয় জাতীয়করণের এক দফা দাবিতে যাবেন তাঁরা এমন হুঁশিয়ারী দেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজ গেইট চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এই হুশিঁয়ারী দেন।
বক্তারা বলেন, এ সরকারে আমাদের তিনজন শিক্ষক প্রতিনিধিত্ব করছেন। অথচ তাঁরা আমাদের দুঃখ, কষ্ট বুঝছেন না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে লড়ছি।
বেসরকারি শিক্ষক সমাজ আজ চরম অবহেলিত। ঢাকায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে। আমাদের আর পেছনে যাওয়ার জায়গা নেই। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড.মোহাম্মদ জাকির হোছেন হাওলাদার, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, বারবাকিয়া ইসলামিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমতিয়াজ, রাজাখালী বিইউআই কামিল মাষ্ট্রার্স মাদ্রাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া বিএমআই কলেজের শিক্ষক জামাল সাকিব, উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা কাজেম।
বক্তাদের দাবি একটাই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।
উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর থেকে ৩ দফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।
আজ ৫ম দিনে তাঁরা মানববন্ধন করে এক দফার হুশিঁয়ারী দেন।
মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta