
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার ১৫ অক্টোবর সকাল সাড়ে দশটার সময় গ্রাম উন্নয়ন সংগঠনের আয়োজনে ( গ্রাউস) নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে রেষ্ট হাউজ হল রুমে আলেচনা সভায় মিলিত হয়।
এবারের গ্রামীন নারী দিবসের প্রতিপাদ্য “গ্রামীণ নারীরা আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য প্রকৃতিকে টিকিয়ে রাখছেন, জলবায়ু সহনশীলতা পরিবেশ গড়ে তোলা, জীব বৈচিত্র্য সংরক্ষন এবং ভূমির যথাযথ ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন এবং সমতার পথে এগিয়ে চলা “।
প্রকল্প সহায়ক কর্মকর্তা( গ্রাউস) সুইনু প্রু মার্মার পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পুরুষ্কার প্রাপ্ত ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড় উছাইমং মার্মা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ,চাইচিমং মার্মা কারবারী, সমাজ সেবা কর্মকর্তা ফারজানা আক্তার, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার নাহার বেগম চৌধুরী প্রমুখ।
এছাড়াও আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিসিএম সদস্যরা, কমিউনিটি বেইজ অরগনাইজেশন।
আলোচনা সভায় প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মুল উদ্দেশ্য হচ্ছে, খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষন এবং টেকসই কৃষিতে গ্রামীন নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্বি করা,গ্রামীন নারীদের জন্য ভুমির মালিকানা, আর্থিক সেবা, স্বাস্থ্য সেবা,শিক্ষার সুযোগে বাধা সৃষ্টি করে এমন বৈষম্য দুর করা,নারী নেতৃত্ব উৎসাহী করা, উন্নয়ন ও সিদ্বান্ত গ্রহনে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
তিনি আরো বলেন, ২০২৫ সালের ১৫ ই অক্টোবর, এই দিবসে আমাদের বুঝতে হবে, গ্রামীন নারীরা শুধু পরিবারে নয়, সমগ্র সমাজ ও দেশের উন্নয়নের চালিকা শক্তি।
আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদযাপন করতে গ্রামীন নারীদের ক্ষমতায়ন, তাদের অধিকার ও অবদানকে বিশ্বজুড়ে মুল্যায়ন করা হয়।

Posted ২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta