
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাই ছড়ি ইউনিয়নের ২৬৯ নং সোনাই ছড়ি মৌজার লামার পাড়া, ক্যায়াং পাড়া, চিং খোয়াই পাড়া, ও জুম খোলা মারমা জনগোষ্ঠীর চারটি পাড়ায় ৩৫০ টি পরিবার যুগ যুগ ধরে জীবন জীবিকা নির্বাহ করে বসবাস করে আসছে।
সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেলা ভুমি অফিস কতৃক একটি নোটিশে জানানো হয় যে পাড়াবাসীর বন্দোবস্ত, ভোগ দখলীয়, মালিকানা, বংশপরস্পোর বসবাস ও ভোগ দখল করে আসা জমি থেকে ১৫০ একর জমি কক্সবাজার হোটেল সী গালকে দেওয়ার জন্য পায়তারা করে জমি পরিমাপ করতে নোটিশ প্রদানে তারা এখন চরম হতাশায়।
আর উপায়ন্তর না দেখে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ এর সামনে এক বিশাল মানববন্ধন এর আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে দাবী তুলেন ১৫০ একর জায়গায় ১২০ পরিবারের বসবাসরত মানুষের পরিবার কোথায় গিয়ে আশ্রয় নিবে। যাহা শুনে তারা এখন হতাশ হয়ে চরম দিশেহারা বলে মানববন্ধনে উল্লেখ করেন।
প্রায় ঘন্টা খানেক মানববন্ধন চলাকালে স্থানীয় সোনাই ছড়ি এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেন
এসময় মানববন্ধন এ বক্তব্য রাখেন ইউ সদস্য মংয়ে মার্মা, উক্যহ্লা মার্মা, মংচাথোয়াই মার্মা, মিলন সহ অনেকে।
বক্তারা বলেন ভুমি দখল বন্ধ সহ পাহাাড়ীদের বাপ দাদার দখলীয় জমি উপর বহিরাগতদের লোলুপ দৃষ্টি বন্ধ করুন।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা উপস্থিতির মাঝে বলেন, ইতিপূর্বে যারা মোটা অংকেদ োোীঊরর বিনিময়ে পাহাড়ীদের ভুমি দখল নিয়েছেন তাদের চিহ্ণিত করতে হবে।
মানববন্দন শেষে উপজেলা নির্বাহী অফিসার রোমেন বরাবর স্বারক লিপি প্রাদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা স্মারক লীপির বিষয়ে বলেন বহিরাগতদের কোন ভাবে ভুমি দখল করতে দওয়া যাবেনা মর্মে স্বারক লিপিটি গ্রহন করা হয়েছ।

Posted ১১:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta