
পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া দুর্গম পাহাড়ের দুইল্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালকের নাম মো.হাসান (১৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মোস্তফা আলীর ছেলে।
আটক মো.রুবেল একই উপজেলার ছনুয়া ইউনিয়নের ছেমতখালী এলাকার মৃত.মোস্তাক আহমদের ছেলে।
আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুইল্যারঝিরি আম গাছ তলা স্থানে রাতে অটোরিকশা চালক হাসানকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে।
ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত মোটর সাইকেল অটোরিকশায় তুলে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল।
চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজন ছিনতাইকারীকে আটক করে। তবে আব্দু শুক্কর নামের অপর ছিনতাইকারী পালিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওমর হায়দার জানায়,চালককে আঘাত করে গাড়ি ছিনতাইয়ের সময় পুলিশ একজনকে আটক করে ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে।
এ বিষয়ে থানায় মামলা (মামলা নং-১৮/১৮) রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta