
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আলীক্ষ্যং মৌজায় দুই হাজার একর পতিত খাস ভূমি সমিতির নাম দিয়ে গাছে গাছে সাইন বোর্ড লাগিয়ে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত ঘটনায় ২৯ অক্টোবর বুধবার বিকালে আলীক্ষ্যং হেডম্যান পাড়ায় শতাধিক পাহাড়ী বাংগালী এর তীব্রতর প্রতিবাদ জানিয়ে মিটিং করেছে।
আলীক্ষ্যং মৌজার কারবারী মনজয় মার্মা, ত্রিপুরা পাড়ার কারবারী বিষমন ত্রিপুরা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম, সাবেক মেম্বার পান্না,সমাজ পতি মুজিবুর রহমান সহ অনেকে জানান, বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা এলাকার বাসিন্দা আবদুর রশিদ, মাওলানা আজিম, হলুদিয়া শিয়া এলাকার বাসিন্দা আবু সিদ্দিক, সহ কয়েকশ লোক করলিয়ামুরা এগ্রোফার্ম নামে একটি সমিতির সাইনবোর্ড টাংগিয়ে দুই হাজার একর সরকারী পতিত খাস ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বনের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগিয়ে এলাকাবসীর মধ্য আতংক ছড়িয়ে পড়ছে।
তারা আরো জনান,আলীক্ষ্যং এলাকার বাসিন্দা আবুল হোছন প্রকাশ আব সদর এসব ভুমি দখলের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।
এবিষয়ে ২৮০ নং আলীক্ষ্যং মৌজার হেডম্যান মংথোয়াইলা মার্মা বলেন তিনি ভুমি দখলের বিষয়টি জানার সাথে সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মহোদয়কে অবগত করেছি।
এ বিষয়ে করলিয়ামুরা এগ্রোফার্ম সমিতির সভাপতি আবদুর রশিদ, উপদেষ্টা সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সহ সভাপতি আবু সিদ্দিক জানান আমরা দুই হাজার একর খাস ভূমিতে সাইনবোর্ড লাগিয়েছি।
আমরা এই জায়গায় দীর্ঘ দিন দখলে আছি এবং কাহারো জায়গা আমরা দখল করি নাই।
ভুক্তভোগী আলীক্ষ্যং এলাকার বাসিন্দা পাহাড়ী বাংগালী মিলে শতাধিক লোকজন সাংবাদিকদের জানান, আমরা দীর্ঘ কাল যাবত এসব ভুমি দখল করে ফসল ফলিয়ে বিভিন্ন ফলজ বাগান ও জুম চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি।
এছাড়াও ভুক্তভোগী আবদুল কাইয়ুম জানান, আমরা ২৮০ ভূমিহীন পরিবার হেডম্যান এর রিপোর্ট মোতাবেক দীর্ঘকাল যাবৎ দখলে আছি। কিন্ত হঠাৎ করে করলিয়ামুরা এগ্রোফার্ম নামের সমিতির সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টায় আমরা হতবাক।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিবেন বলে ও ভুক্ত ভোগীরা জানান। তারা অবিলম্বে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের নিকট ভুমি দখলকারীদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

Posted ৮:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta