
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইত্তেহাদুল উলুমা পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ ই অক্টোবর বিকাল ৩ টার সময় বাইশারী বাজার প্রাঙ্গণে শুরু হওয়া এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফারুক আজম।
হাফেজ হামিদুর রহমানের সন্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি দারুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা সালাহ উদ্দীন ফায়সাল ,শাহ নুরুদ্দিন মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মোঃ ইলিয়াছ, হাফেজ মাওলানা মুফতি রিদওয়ানুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম, বাইশারী বাজার সেক্রেটারি জাহেদুল আলম রুবেল, মাওলানা আবদুল গফুর,মাওলানা ইমরান প্রমুখ।
বাইশারী ইত্তেহাদুল উলুমা পরিষদের সভায় বক্তরা বলেন, আলেম সমাজ হল ইসলামের পথ প্রদর্শক, তবে বর্তমান সমাজে আলেমেরা অবহেলিত।
তার মুল কারন ইত্তেহাদের অভাব, বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আজ থেকে বাইশারীর সকল আলেম উলুমা এক হয়ে দেশ ও জাতির কল্যান, ইসলামের কল্যানে কাজ করে যাবার জন্য আজকের পরিচিতি সভা।
বক্তারা আরাে বলেন, সমাজের খারাপ কাজ গুলুর চিত্র তুলে সেটিকে বারন করতে আমরা বদ্ব পরিকর।
এসময় আরো উপস্থিত ছিলেন বাইশারীর প্রবীণ আলেম মাওলানা কবির উদ্দীন, মাওলানা ওবাইদুর রহমান, মুফতি ইসমাইল সহ বিভিন্ন মসজিদের ইমামগন।

Posted ২:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta