
বিশেষ প্রতিবেদক :: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে শনিবার বাহারছড়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাহারছড়া এলাকা তথা গোটা পৌর শহরে ব্যাপকভাবে আলোচিত এ নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে ছৈয়দ আহমদ( প্রাপ্ত ভোট-১২০) এবং সাধারণ সম্পাদক পদে মামুনুল ইসলাম মামুন ( প্রাপ্ত ভোট -৯৪) নির্বাচিত হয়েছেন।
ছৈয়দ আহমদের একমাত্র প্রতিদ্ধন্ধি শামসুল আলম বাদশাহ মাত্র ১৫ ভোট এবং মামুনুল ইসলাম মামুনের একমাত্র প্রতিদ্ধন্ধি সাইফুল ইসলাম রাহাত পেয়েছেন ৩৭ ভোট।
সহ-সভাপতি পদে মো: সরওয়ার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ধন্ধি মো: আমিন পেয়েছেন ৩৩ ভোট।
সমিতির কার্যকরি পরিষদের মোট ৯ টি পদের মধ্যে ৬ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন আবু বাহাদুর ( প্রাপ্ত ভোট-৯১), মো: সেলিম (৮৭), মো: জুবায়ের (৮৬), নুরুল আমিন(৭২), নুরুজ্জামান (৭০) ও মুফিদুল আলম (৬৭)।
সদস্য পদে বিজিত ৪ জন হলেন রোকন উদ্দিন ভুট্টো (৬৫), সুমন আইচ ( ৪৮), মোকাদ্দেস মিয়া (২৮) ও সাখাওয়াত হোসেন (২১)।
কার্যকরী পরিষদের ৯ পদের জন্য মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করে।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯ জন ভোটার অনুপস্থিত ছিল।
বাহারছড়া নবজাগরণ সমিতি মিলনায়তনে স্থাপিত ভোটকেন্দ্রে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভােট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়।
গণনা শেষ হওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পরপরই নির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কর্মী-সমর্থকদের নিয়ে বাজার ছড়া বাজার এলাকায় শ্লোগান দিয়ে বিজয় মিছিল বের করে। নির্বাচিত পরিষদ ৩ বছর দায়িত্ব পালন করবে।
এ নির্বাচনকে ঘিরে গত দুই সপ্তাহ ধরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পোষ্টার- ব্যানার- ফেষ্টুন- লিফলেটে এলাকা ছেয়ে যায়।
প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালায়। অনেক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রচারণা চালায়।

Posted ১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta