
কক্সবাংলা ডটকম(২৫ অক্টোবর) :: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ।
ফলে শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টার পর থেকে নদীতে ইলিশ শিকারে নামবেন জেলেরা।
মাছ ধরতে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে উপকূলের হাজার হাজার জেলে। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা।
নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত তারা।
২২ দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা।
নিষেধাজ্ঞার এই সময়ে মাছ ধরার অপরাধে দুই শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অনেক জেলেকে জেল-জরিমানা করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছিল সরকার।
নিষেধাজ্ঞার সময়ে দেশের ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় এবং বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল।

Posted ৬:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta