
সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষনের চেষ্টা চালিয়েছে ৪ সন্তানের জনক নুরুল আমিন।
ঘটনাটি ঘটেছে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের বড়বিল চরপাড়া গ্রামে।
এ ঘটনায় নুরুল আমিনকে অভিযুক্ত করে রামু থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। নুরুল আমিন স্থানীয় মৃত নুরুল আলমের ছেলে।
ধর্ষনের চেষ্টায় আহত শিশুটিকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটির চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন- ধর্ষন চেষ্টার শিকার শিশুটি স্থানীয় নূরানী মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী।
বুধবার, ১৫ অক্টোবর দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় যুবক নুরুল আমিন শিশুটিকে নাস্তা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি বসত ঘরের পাশে নিয়ে যান।
সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায় নুরুল আমিন। এতে শিশুটির স্পর্শকাতর স্থানে জখমপ্রাপ্ত হয়। অনেক চেষ্টার পর ধর্ষনের চেষ্টা করেও ব্যর্থ হয়ে শিশুটিকে ছেড়ে দেয়।
পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাজড়িত কন্ঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রুবেলকে অবহিত করেন।
ঈদগড় ইউপি সদস্য মোহাম্মদ রুবেল জানান- তিনি বিষয়টি জানার পর ঘটনাস্থলে যান।
তিনি আহত শিশুটির খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।
এ ঘটনায় ধর্ষন চেষ্টার শিকার শিশুর মা বাদি হয়ে বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর রাতে নুরুল আমিনকে অভিযুক্ত কওে রামু থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
ঘটনার পর থেকে এ ঘটনায় অভিযুক্ত নুরুল আমিন পলাতক রয়েছেন। তাই এ ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান- এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছেন।
যা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হবে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।


Posted ১১:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta