
সংবাদ বিজ্ঞপ্তি :: একুশে টিভি ও বাংলা ট্রিবিউনের কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজের বাবা হাজী ছালামত উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
হাজী ছালামত উল্লাহ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার মৃত আব্দুল বারীর পুত্র।
মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সন্তান-সন্ততি ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
সোমবার মাগরিবের নামাজের পর উখিয়ার জালিয়াপালং সোনাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাংবাদিক আব্দুল আজিজ।
হাজী ছালামত উল্লাহর মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।

Posted ১:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta