রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

২০১৮-১৯ অর্থবছরে ৪৭টি ব্যাংকের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ১২ হাজার কোটি টাকা

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
201 ভিউ
২০১৮-১৯ অর্থবছরে ৪৭টি ব্যাংকের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ১২ হাজার কোটি টাকা

কক্সবাংলা ডটকম(১৫ জানুয়ারি) :: কৃষি হচ্ছে সরকারের অগ্রাধিকার খাত। বাংলাদেশ ব্যাংকও সে অগ্রাধিকারের কথা বিবেচনায় এনে প্রতিবছর ব্যাংকগুলোকে ঋণ দানের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়। এবারও এর ব্যতিক্রম নয়। তবে লক্ষ্য অনুযায়ী ঋণ বিতরণ করতে পারেনি ৩৪ ব্যাংক। কার্যক্রম চলা মোট ৫৭টি ব্যাংকের মধ্যে ৫৫ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ যে প্রতিবেদন করেছে তাতে এমন চিত্রই উঠে এসেছে।

কৃষি খাতে পাঁচ মাসে এক টাকাও বিতরণ করেনি বা করতে পারেনি এমন ব্যাংকের সংখ্যা ছয়টি। এ তথ্য রয়েছে প্রতিবেদনটিতে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, অনেক ব্যাংক ভালো করেছে। আবার কিছু ব্যাংক এক টাকাও কৃষি ঋণ বিতরণ করেনি এমনটা হতে পারে না।

গত জুলাই থেকে নভেম্বরভিত্তিতে ৪৭টি ব্যাংক কৃষি খাতে বিতরণ করেছে মোট ৩ হাজার ৮০৭ কোটি ৩১ লাখ টাকা। এবার ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ্য ধরা হয়েছে ১১ হাজার ৯২৫ কোটি টাকা। এ সংক্রান্ত বাংলাদেশের ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৬৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে অগ্রণী ব্যাংক বিতরণ করেছে ৩৪ কোটি ১ লাখ টাকা, ১৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে বেসিক ব্যাংক বিতরণ করেছে ৩৯ কোটি ২১ লাখ টাকা, ১৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) বিতরণ করেছে ১৫ কোটি ২৬ লাখ টাকা, ৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বাকৃবি) বিতরণ করেছে ২ হাজার ১২৭ কোটি ৯০ লাখ টাকা, ৭৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে জনতা ব্যাংক বিতরণ করেছে ৩২ কোটি ৯০ লাখ টাকা, ১ হাজার ৬৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বিতরণ করেছে ৭২২ কোটি ৬২ লাখ টাকা, ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে রূপালী ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১৯ কোটি ৫৪ লাখ টাকা, ১ হাজার ২০০ কোটি  টাকা লক্ষ্যমাত্রার মধ্যে সোনালী ব্যাংক বিতরণ করে ২০ কোটি ৫১ লাখ টাকা, ১৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ব্যাংক আল ফালাহ বিতরণ করেছে ২০ লাখ টাকা, ৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে হাবিব ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৯ কোটি ৯৯ লাখ টাকা, ১৪৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ বিতরণ করেছে ৮১ কোটি ১৫ লাখ টাকা, ৩০৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১৭৬ কোটি ৪০ লাখ টাকা, ১১ কোটি টাকা লক্ষ্যমাত্রার  মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বিতরণ করেছে ১৫ কোটি টাকা, ৩০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এবি ব্যাংক বিতরণ করেছে ৪১ কোটি ৯৯ লাখ টাকা,

৪৭২ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১৪২ কোটি ৫১ লাখ টাকা, ৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১২ কোটি ৫০ লাখ টাকা, ৩৪৪ কোটি  টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড বিতরণ করেছে ১৩৪ কোটি ১৬ লাখ টাকা, ৩৩৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১শ কোটি ২০ লাখ টাকা, ২৯৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ঢাকা ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৬৫ কোটি ৪ লাখ টাকা, ৩৭৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৪৮ কোটি ২৩ লাখ টাকা, ৩২০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২৪৬ কোটি ৮২ লাখ টাকা, ৪৬৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এক্সিম ব্যাংক বাংলাদেশ লিমিট্ডে বিতরণ করেছে ১৬২ কোটি ৫৭ লাখ টাকা, ৪৭০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিট্ডে বিতরণ করেছে ৯১ কোটি ৯১ লাখ টাকা, ৩২৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে আইএফআইসি ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১৮৮ কোটি ৩৬ লাখ টাকা, ১ হাজার ৩৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিতরণ করেছে ৫৭৯ কোটি ৮৮ লাখ টাকা, ২৬৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে যমুনা ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১০ কোটি ৯০ লাখ টাকা, ৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে মেঘনা ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৫ কোটি ৩৬ লাখ টাকা, ৩৫৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২৪ কোটি ২৭ লাখ টাকা, ৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২৮ কোটি ৮৩ লাখ টাকা,

২৬৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৭ কোটি ৫৩ লাখ টাকা, ৪২৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৩৮ কোটি ৪০ লাখ টাকা, ২৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এনসিসি ব্যাংক লিমিট্ডে বিতরণ করেছে ৮ কোটি ২৯ লাখ টাকা, ৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এনআরবি ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৫৮ কোটি ২ লাখ টাকা, ৭৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২৫ কোটি ৭৯ লাখ টাকা, ১২৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিট্ডে বিতরণ করেছে ৪৬ লাখ টাকা, ৩১৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ওয়ান ব্যাংক  লিমিটেড বিতরণ করেছে ৫৭ কোটি ৬৭ লাখ টাকা, ৩২৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে প্রাইম ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৫৩ কোটি ১৮ লাখ টাকা, ৪২০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে পূবালী ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা, ৩০৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৪ কোটি ৮০ লাখ টাকা,

৩৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২৫ কোটি ৫১ লাখ টাকা, ৮৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক বিতরণ করেছে ৫ কোটি ৩১ লাখ টাকা, ৪২৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১৮ কোটি ৫৪ লাখ টাকা, ২২৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৭৩ কোটি ৩২ লাখ টাকা, ৩৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে দ্য সিটি ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২০ কোটি ৭৩ লাখ টাকা, ২৫১ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১১ কোটি ৭০ লাখ টাকা, ৩৫৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৯১ কোটি ৯ লাখ টাকা, ২০২ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ইউনিয়ন ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ২৩ কোটি ৫১ লাখ টাকা, ৪৪৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ১৪৫ কোটি ৯০ লাখ টাকা এবং ১৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে উত্তরা ব্যাংক লিমিটেড বিতরণ করেছে ৬৫ কোটি ৭৫ লাখ টাকা।

ঋণ বিতরণ করেনি যে সব ব্যাংক 
কৃষি খাতে পাঁচ মাসে এক টাকাও বিতরণ করেনি ছয়টি ব্যাংক। এর মধ্যে ৩২ কোটি টাকা লক্ষ্যমাত্রা স্বত্বেও সিটি ব্যাংক এনএ এক টাকাও বিতরণ করেনি। ৪৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল কমার্শিয়াল ব্যাংক অব সিলনের। তারাও কৃষি ঋণ বিতরণ করেনি। ১ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এক টাকাও বিতরণ করেনি। ১২ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ওরি ব্যাংক লিমিটেডও ঋণ বিতরণ করতে পারেনি। ৫৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে মধুমতি ব্যাংক লিমিটেড এক টাকাও বিতরণ করেনি। ৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে সীমান্ত ব্যাংক লিমিটেড কোনও ঋণ বিতরণ করেনি।

201 ভিউ

Posted ৭:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com