
মো: রেজাউল করিম, ঈদগাঁও :: ঈদগাঁওতে আরো একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির নাম “ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টার”।
বাস স্টেশনের জাপান মার্কেটের দ্বিতীয় তলায় এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৬ ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উদ্বোধনী দিন থেকে তিনদিন ব্যাপী ডাক্তার ভিজিট ফ্রি এবং প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট ঘোষণা করেছেন।
উদ্বোধন কালে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার এস এম আশরাফুজ্জামান।
উপস্থিত ছিলেন ঈদগাঁও উপ- স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার রোকসানা আফাজ এবং হাসপাতালটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মোস্তফা মিজান।
পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম, পল্লী চিকিৎসক আব্দুল হামিদ, ওসমান গনি, এমডি মোহাম্মদ ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টাফবৃন্দ।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এতে বিশেষজ্ঞ ডাক্তার, নরমাল ডেলিভারি, নিরাপদ ও পরিচ্ছন্ন ব্রেস্ট ফিডিং এরিয়া, নির্ভরযোগ্য টেস্ট রিপোর্ট তৈরি সহ নানা প্যাথলজিক্যাল পরীক্ষার সুযোগ রয়েছে।
উদ্বোধন উপলক্ষে সড়কে সুদৃশ্য ফটক নির্মাণ সহ হাসপাতালের অভ্যন্তরীণ ফটক বেলুন দিয়ে ব্যাপকভাবে সজ্জিত করা হয়।
এদিনে বিভিন্ন রোগীকে সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তারা।

Posted ১১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta