
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা বড়ি ও একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইছারি ইউনিয়নের তুলাতলি এলাকার মো.আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা এলাকার মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের তুলাতলি গর্জনীয়ার আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গোপনে আমার কাছে সংবাদ আসে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে একদল মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বড়ি নিয়ে চট্টগ্রাম যাচ্ছে।
এই সংবাদ পেয়ে দ্রুত এসআই আরকানের নেতৃত্বে একদল পুলিশকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী বাইতুল ইজ্জত জামে মসজিদের ওখানে চেকপোস্ট বসানোর নির্দেশ দিই।
চেকপোস্ট বসানোর কিছুক্ষণ পরে একটি সিএনজি চালিত অটোরিক্সা চট্টগ্রামের দিকে আসতে দেখে থামাতে বল পুলিশ।
কিন্তু চেকপোস্টকে পাস কাটিয়ে পালানোর চেষ্টা করে অটোরিক্সা। পরে ওই অটোরিক্সাকে পাকড়াও করে ধরে তিন যাত্রীক তল্লাশি চালানো হয়।
এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে বেশ কিছু কালো রংয়ের পুটলা দেখতে পাই।
পুটলা খুলে দেখে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি। এসব পুটলায় প্রায় ৮০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
পরে অটোরিক্সাসহ তিন মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি তৌহিদুল আনোয়ার।

Posted ৫:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta